Ajker Patrika

বিআরটিএর অভিযান: স্বাস্থ্যবিধি না মানায় ২৪ বাসে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিআরটিএর অভিযান: স্বাস্থ্যবিধি না মানায় ২৪ বাসে মামলা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ সাত হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে ২৪টি বাসে মামলা দেওয়া দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ২০ জানুয়ারি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিআরটিএর ৭টি ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান চালায়। 

বিআরটিএর অভিযানে, স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে ২৪টি বাসে মামলা দেওয়া দেওয়া হয়েছে। এসব মামলার বিপরীতে ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও উচ্চ শব্দের হর্ন ব্যবহার, এক রুটের বাস অন্য রুটে চালানোসহ অন্যান্য অপরাধে আরও ৫৪টি মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় মোট এক লাখ সাত হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়। 

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়ন করতে নিয়মিত সড়কে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত