শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাইকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাতে লেখা দুটি চিঠি পাওয়ার পর পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ইউএনও।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে ২টি চিঠি অফিসে গ্রহণ করা হয়। খুলে দেখি আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়ে চিঠি লেখা হয়েছে। তবে কে বা কারা চিঠিটি লিখেছে তা উল্লেখ নেই।
মনদীপ ঘরাই আরও জানান, সম্প্রতি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শরীয়তপুরে বেশ কিছু অবৈধ ড্রেজার উচ্ছেদ ও বিনষ্ট করা হয়। চিঠিতে ড্রেজার নষ্ট করে চিঠি প্রদানকারীর ক্ষতি সাধন করা হয়েছে উল্লেখ করা হয়। এছাড়াও মাদকের বিষয়েও বিভিন্ন তৎপরতা নিয়ে তাদের ক্ষোভের কথা তারা উল্লেখ করেছে চিঠিতে। এছাড়াও চিঠিতে বেশ কিছু বিষয়ে তাদের আপত্তির কথা তারা উল্লেখ করেছেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
পালং মডেল থানার ওসি আকতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ডাক বিভাগের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হাতে লেখা দুটি চিঠি পাঠানো হয়। তিনি চিঠি দুইটি পড়ে সেখানে বেশ কিছু অসংগতি পেয়েছেন।
একটি চিঠিতে সরাসরি তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপর তিনি আমাকে বিষয়টি জানান এবং পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। আশা করি তদন্ত শেষে পুরো বিষয়টি বেরিয়ে আসবে।
শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাইকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাতে লেখা দুটি চিঠি পাওয়ার পর পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ইউএনও।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে ২টি চিঠি অফিসে গ্রহণ করা হয়। খুলে দেখি আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়ে চিঠি লেখা হয়েছে। তবে কে বা কারা চিঠিটি লিখেছে তা উল্লেখ নেই।
মনদীপ ঘরাই আরও জানান, সম্প্রতি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শরীয়তপুরে বেশ কিছু অবৈধ ড্রেজার উচ্ছেদ ও বিনষ্ট করা হয়। চিঠিতে ড্রেজার নষ্ট করে চিঠি প্রদানকারীর ক্ষতি সাধন করা হয়েছে উল্লেখ করা হয়। এছাড়াও মাদকের বিষয়েও বিভিন্ন তৎপরতা নিয়ে তাদের ক্ষোভের কথা তারা উল্লেখ করেছে চিঠিতে। এছাড়াও চিঠিতে বেশ কিছু বিষয়ে তাদের আপত্তির কথা তারা উল্লেখ করেছেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
পালং মডেল থানার ওসি আকতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ডাক বিভাগের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হাতে লেখা দুটি চিঠি পাঠানো হয়। তিনি চিঠি দুইটি পড়ে সেখানে বেশ কিছু অসংগতি পেয়েছেন।
একটি চিঠিতে সরাসরি তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপর তিনি আমাকে বিষয়টি জানান এবং পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। আশা করি তদন্ত শেষে পুরো বিষয়টি বেরিয়ে আসবে।
স্থানীয়রা জানায়, ঝিনুকমালা আবাসনের মসজিদের পাশে কলাবাগানে একটি বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সাথে সাথেই তারা যৌথ বাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ওই ব্যাগ থেকে ১১টি ককটেল উদ্ধার করে।
১৬ মিনিট আগেজাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। মো. জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও মো. আব্দুল কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল
৪০ মিনিট আগেস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কটি উল্লাপাড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার সংযোগস্থলে অবস্থিত। বাগমাড়া, বেদকান্দি, খানপুর, মাদারবাড়িয়া, দাসমরিচসহ একাধিক গ্রামের মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে। তবে বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এতে অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যা
১ ঘণ্টা আগেপ্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে