নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নব্বই দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাইদুল ইসলাম খান পলের অবদান ছিল অসামান্য।
সোমবার সকালে এলিফ্যান্ট রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রয়াত সাইদুল ইসলাম খান পলের নামাজের জানাজা আগে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, সাইদুল আলম খান পল বাংলাদেশে ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে ৯০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে অবদান রেখেছেন তা কখনও ভোলার নয়। তিনি আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন।
এ সময় মেয়র তাঁর রুহের মাগফিরাত কামনা করে বলেন, ২০০৮ 'র নির্বাচনের সময় এই এলাকায় প্রথম যখন আসি তখন পল ও এনায়েত ভাই (যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত এনায়েত কবির চঞ্চল) যেভাবে আমাকে সহযোগিতা করেছিলেন তা কখনো ভুলব না। আমি চেষ্টা করেছি সবসময় তাঁদের পাশে থাকতে।
প্রয়াত সাইদুল ইসলাম খান পল ১৯৮৬ থেকে ১৯৯১ পর্যন্ত ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে লিভার সমস্যাসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। গতকাল দুপুরে হঠাৎ হার্ট অ্যাটাক করলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ (২৩ আগস্ট) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
প্রয়াত পল দুই ছেলে সন্তানের জনক। তাঁকে পৈতৃক নিবাস সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে বলে জানানো হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানি চিনু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নব্বই দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাইদুল ইসলাম খান পলের অবদান ছিল অসামান্য।
সোমবার সকালে এলিফ্যান্ট রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রয়াত সাইদুল ইসলাম খান পলের নামাজের জানাজা আগে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, সাইদুল আলম খান পল বাংলাদেশে ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে ৯০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে অবদান রেখেছেন তা কখনও ভোলার নয়। তিনি আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন।
এ সময় মেয়র তাঁর রুহের মাগফিরাত কামনা করে বলেন, ২০০৮ 'র নির্বাচনের সময় এই এলাকায় প্রথম যখন আসি তখন পল ও এনায়েত ভাই (যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত এনায়েত কবির চঞ্চল) যেভাবে আমাকে সহযোগিতা করেছিলেন তা কখনো ভুলব না। আমি চেষ্টা করেছি সবসময় তাঁদের পাশে থাকতে।
প্রয়াত সাইদুল ইসলাম খান পল ১৯৮৬ থেকে ১৯৯১ পর্যন্ত ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে লিভার সমস্যাসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। গতকাল দুপুরে হঠাৎ হার্ট অ্যাটাক করলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ (২৩ আগস্ট) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
প্রয়াত পল দুই ছেলে সন্তানের জনক। তাঁকে পৈতৃক নিবাস সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে বলে জানানো হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানি চিনু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার ঘটনায় এবার একটি স্থানীয় দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদককে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ
২৩ মিনিট আগেরাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
২৬ মিনিট আগেআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
৪০ মিনিট আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা...
১ ঘণ্টা আগে