নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইতালিতে কাজের ভিসাপ্রত্যাশী অভিবাসীকর্মীরা দীর্ঘদিন অপেক্ষার পরেও অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় নানা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এক বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন ১ লাখ ১০ হাজার ভিসাপ্রত্যাশী। দালালের দৌরাত্ম্য, প্রতারকদের হয়রানি এবং ভিএফএস গ্লোবালের কর্মকর্তা ও কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে তাঁদের।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ), ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। তাঁরা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট চালুর মাধ্যমে ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে বাংলাদেশ ও ইতালি সরকারের হস্তক্ষেপের আহ্বান জানান।
ইতালবাংলা সমিতির সভাপতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান বলেন, ‘এক বছর ধরে আটকে থাকা ১ লাখ ১০ হাজার ভিসা ডেলিভারি সমস্যা সমাধানে আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই। গত ৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে আমরা প্রধান উপদেষ্টা ড. মহাম্মদ ইউনূসের কাছে এসব সমস্যা সমাধানে দাবি জানালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কথা বলেন। ফলে ভিসা সমস্যার আংশিক সুরাহা হয়েছে। এরই মধ্যে ঢাকার ইতালিয়ান দূতাবাস ডিসেম্বরের মধ্যে অন্তত ২০ হাজার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এই মুহূর্তে ইতালি ভিসাপ্রত্যাশীদের সংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। যদি এক বছর পরেও ৪০ হাজার পাসপোর্ট ডেলিভারি করা সম্ভব না হয়, তাহলে ১ লাখ ১০ হাজার পাসপোর্টের কাজ করতে আরও অন্তত দুই-তিন বছর সময় লাগবে। এতে বাংলাদেশের অভিবাসীকর্মীদের ভোগান্তি আরও বাড়বে।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, ‘ইতালিতে কাজের জন্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী অভিবাসীকর্মীরা দীর্ঘ প্রায় ছয়-সাত মাস অপেক্ষার পরও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা ভুক্তভোগীরা বেকার অবস্থায় চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাঁরা আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরিবার–পরিজনের কটু কথা শুনতে হচ্ছে তাঁদের।’
বক্তারা বলেন, বর্তমানে ঢাকায় ইতালি দূতাবাসের ভিসা প্রসেসিংয়ে দীর্ঘসূত্রতার প্রধান কারণ জনবলসংকট। ইতালি দূতাবাসে বর্তমানে তাদের স্বাভাবিক ভিসা প্রসেসিং করার সক্ষমতা মাসে আড়াই হাজার এবং বছরে ৩০ হাজার। এই সক্ষমতা দিয়ে বাংলাদেশে লক্ষাধিক ভিসা আবেদনকারীদের সমস্যা সমাধান সম্ভব নয়।
বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরামের (বিএমডিএফ) সভাপতি খায়রুজ্জামান কামাল বলেন, ‘ভুক্তভোগীদের সঙ্গে ভিএফএস গ্লোবালের কর্মকর্তা ও কর্মচারীরা অসৌজন্যমূলক আচরণ করেন। এটি বন্ধ করতে হবে। একই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া পর্যন্ত ব্যাকলগে থাকা ই-মেইল চেকিং ও ট্রেকিংয়ের মাধ্যমে সর্বশেষ অবস্থা জানার সুযোগ দিতে হবে।’
সংবাদ সম্মেলনে বিএমডিএফ ও ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতির সদস্য এবং ইতালির ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। তাঁরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—বন্ধ থাকা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া চালু করে ২০ অক্টোবরের মধ্যে কার্যক্রম শুরু করা, অ্যাপয়েন্টমেন্ট ই-মেইলের ৩০ দিনের মধ্যে ভিসা আবেদন জমার ব্যবস্থা করা, আর আবেদনের পর সর্বোচ্চ ৬০ কর্মদিবসের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করে ভিসা আবেদন নিষ্পত্তি করা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেকোনো ধরনের বাণিজ্য, দালালের দৌরাত্ম্য, প্রতারকদের হয়রানিসহ সব হয়রানির পথ বন্ধ করা।
ইতালিতে কাজের ভিসাপ্রত্যাশী অভিবাসীকর্মীরা দীর্ঘদিন অপেক্ষার পরেও অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় নানা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এক বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন ১ লাখ ১০ হাজার ভিসাপ্রত্যাশী। দালালের দৌরাত্ম্য, প্রতারকদের হয়রানি এবং ভিএফএস গ্লোবালের কর্মকর্তা ও কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে তাঁদের।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ), ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। তাঁরা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট চালুর মাধ্যমে ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে বাংলাদেশ ও ইতালি সরকারের হস্তক্ষেপের আহ্বান জানান।
ইতালবাংলা সমিতির সভাপতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান বলেন, ‘এক বছর ধরে আটকে থাকা ১ লাখ ১০ হাজার ভিসা ডেলিভারি সমস্যা সমাধানে আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই। গত ৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে আমরা প্রধান উপদেষ্টা ড. মহাম্মদ ইউনূসের কাছে এসব সমস্যা সমাধানে দাবি জানালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কথা বলেন। ফলে ভিসা সমস্যার আংশিক সুরাহা হয়েছে। এরই মধ্যে ঢাকার ইতালিয়ান দূতাবাস ডিসেম্বরের মধ্যে অন্তত ২০ হাজার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এই মুহূর্তে ইতালি ভিসাপ্রত্যাশীদের সংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। যদি এক বছর পরেও ৪০ হাজার পাসপোর্ট ডেলিভারি করা সম্ভব না হয়, তাহলে ১ লাখ ১০ হাজার পাসপোর্টের কাজ করতে আরও অন্তত দুই-তিন বছর সময় লাগবে। এতে বাংলাদেশের অভিবাসীকর্মীদের ভোগান্তি আরও বাড়বে।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, ‘ইতালিতে কাজের জন্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী অভিবাসীকর্মীরা দীর্ঘ প্রায় ছয়-সাত মাস অপেক্ষার পরও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা ভুক্তভোগীরা বেকার অবস্থায় চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাঁরা আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরিবার–পরিজনের কটু কথা শুনতে হচ্ছে তাঁদের।’
বক্তারা বলেন, বর্তমানে ঢাকায় ইতালি দূতাবাসের ভিসা প্রসেসিংয়ে দীর্ঘসূত্রতার প্রধান কারণ জনবলসংকট। ইতালি দূতাবাসে বর্তমানে তাদের স্বাভাবিক ভিসা প্রসেসিং করার সক্ষমতা মাসে আড়াই হাজার এবং বছরে ৩০ হাজার। এই সক্ষমতা দিয়ে বাংলাদেশে লক্ষাধিক ভিসা আবেদনকারীদের সমস্যা সমাধান সম্ভব নয়।
বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরামের (বিএমডিএফ) সভাপতি খায়রুজ্জামান কামাল বলেন, ‘ভুক্তভোগীদের সঙ্গে ভিএফএস গ্লোবালের কর্মকর্তা ও কর্মচারীরা অসৌজন্যমূলক আচরণ করেন। এটি বন্ধ করতে হবে। একই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া পর্যন্ত ব্যাকলগে থাকা ই-মেইল চেকিং ও ট্রেকিংয়ের মাধ্যমে সর্বশেষ অবস্থা জানার সুযোগ দিতে হবে।’
সংবাদ সম্মেলনে বিএমডিএফ ও ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতির সদস্য এবং ইতালির ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। তাঁরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—বন্ধ থাকা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া চালু করে ২০ অক্টোবরের মধ্যে কার্যক্রম শুরু করা, অ্যাপয়েন্টমেন্ট ই-মেইলের ৩০ দিনের মধ্যে ভিসা আবেদন জমার ব্যবস্থা করা, আর আবেদনের পর সর্বোচ্চ ৬০ কর্মদিবসের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করে ভিসা আবেদন নিষ্পত্তি করা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেকোনো ধরনের বাণিজ্য, দালালের দৌরাত্ম্য, প্রতারকদের হয়রানিসহ সব হয়রানির পথ বন্ধ করা।
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৫ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৫ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
৫ ঘণ্টা আগে