Ajker Patrika

এক বছর ধরে হয়রানির শিকার লক্ষাধিক ইতালির ভিসাপ্রত্যাশী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৯: ০৩
এক বছর ধরে হয়রানির শিকার লক্ষাধিক ইতালির ভিসাপ্রত্যাশী

ইতালিতে কাজের ভিসাপ্রত্যাশী অভিবাসীকর্মীরা দীর্ঘদিন অপেক্ষার পরেও অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় নানা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এক বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন ১ লাখ ১০ হাজার ভিসাপ্রত্যাশী। দালালের দৌরাত্ম্য, প্রতারকদের হয়রানি এবং ভিএফএস গ্লোবালের কর্মকর্তা ও কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে তাঁদের।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ), ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। তাঁরা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট চালুর মাধ্যমে ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে বাংলাদেশ ও ইতালি সরকারের হস্তক্ষেপের আহ্বান জানান।

ইতালবাংলা সমিতির সভাপতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান বলেন, ‘এক বছর ধরে আটকে থাকা ১ লাখ ১০ হাজার ভিসা ডেলিভারি সমস্যা সমাধানে আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই। গত ৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে আমরা প্রধান উপদেষ্টা ড. মহাম্মদ ইউনূসের কাছে এসব সমস্যা সমাধানে দাবি জানালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কথা বলেন। ফলে ভিসা সমস্যার আংশিক সুরাহা হয়েছে। এরই মধ্যে ঢাকার ইতালিয়ান দূতাবাস ডিসেম্বরের মধ্যে অন্তত ২০ হাজার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এই মুহূর্তে ইতালি ভিসাপ্রত্যাশীদের সংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। যদি এক বছর পরেও ৪০ হাজার পাসপোর্ট ডেলিভারি করা সম্ভব না হয়, তাহলে ১ লাখ ১০ হাজার পাসপোর্টের কাজ করতে আরও অন্তত দুই-তিন বছর সময় লাগবে। এতে বাংলাদেশের অভিবাসীকর্মীদের ভোগান্তি আরও বাড়বে।’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, ‘ইতালিতে কাজের জন্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী অভিবাসীকর্মীরা দীর্ঘ প্রায় ছয়-সাত মাস অপেক্ষার পরও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা ভুক্তভোগীরা বেকার অবস্থায় চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাঁরা আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরিবার–পরিজনের কটু কথা শুনতে হচ্ছে তাঁদের।’

বক্তারা বলেন, বর্তমানে ঢাকায় ইতালি দূতাবাসের ভিসা প্রসেসিংয়ে দীর্ঘসূত্রতার প্রধান কারণ জনবলসংকট। ইতালি দূতাবাসে বর্তমানে তাদের স্বাভাবিক ভিসা প্রসেসিং করার সক্ষমতা মাসে আড়াই হাজার এবং বছরে ৩০ হাজার। এই সক্ষমতা দিয়ে বাংলাদেশে লক্ষাধিক ভিসা আবেদনকারীদের সমস্যা সমাধান সম্ভব নয়।

বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরামের (বিএমডিএফ) সভাপতি খায়রুজ্জামান কামাল বলেন, ‘ভুক্তভোগীদের সঙ্গে ভিএফএস গ্লোবালের কর্মকর্তা ও কর্মচারীরা অসৌজন্যমূলক আচরণ করেন। এটি বন্ধ করতে হবে। একই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া পর্যন্ত ব্যাকলগে থাকা ই-মেইল চেকিং ও ট্রেকিংয়ের মাধ্যমে সর্বশেষ অবস্থা জানার সুযোগ দিতে হবে।’

সংবাদ সম্মেলনে বিএমডিএফ ও ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতির সদস্য এবং ইতালির ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। তাঁরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—বন্ধ থাকা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া চালু করে ২০ অক্টোবরের মধ্যে কার্যক্রম শুরু করা, অ্যাপয়েন্টমেন্ট ই-মেইলের ৩০ দিনের মধ্যে ভিসা আবেদন জমার ব্যবস্থা করা, আর আবেদনের পর সর্বোচ্চ ৬০ কর্মদিবসের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করে ভিসা আবেদন নিষ্পত্তি করা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেকোনো ধরনের বাণিজ্য, দালালের দৌরাত্ম্য, প্রতারকদের হয়রানিসহ সব হয়রানির পথ বন্ধ করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত