Ajker Patrika

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে

আপডেট : ০৩ মে ২০২৩, ০০: ৪৩
র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে

নওগাঁয় র‍্যাবের আটকের পর ভূমি অফসিরে সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে এক সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন হতে যাচ্ছে। এর আগে এ সংক্রান্ত কমটি গঠনের নির্দশে দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। 

মঙ্গলবার হাইকোর্টের আদেশ মন্ত্রিপরষিদ বিভাগে পৌঁছেছে বলে জানা গেছে। আজ বুধবার কমিটি গঠন হতে পারে। কমিটির প্রধান হতে পারেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান। 

হাইকোর্টের আদেশ অনুযায়ী কমিটিতে নওগাঁ জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রাখা হচ্ছে বলে জানা গেছে। মোট ৮ সদস্যের কমিটি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছেন। 

আদালতের নির্দেশ অনুযায়ী, উচ্চ পর্যায়ের এ কমিটিকে ৬০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে হবে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৫ এপ্রিল এ সংক্রান্ত রুল জারিসহ এ আদেশ দেন। রুলে তদন্ত চলাকালে মামলা ছাড়াই সুলতানা জেসমিনকে তুলে নেওয়া ও আটক কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে হবে। 

উল্লেখ্য, গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের নওযোয়ান মাঠের সামনে থেকে সুলতানা জেসমিনকে আটক করে র‍্যাব। এরপর র‍্যাব হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৪ মার্চ সকালে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেসমিন

আরো পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত