Ajker Patrika

টাঙ্গাইলে ভ্যানে ধাক্কা দিয়ে বাস রেললাইনে, ট্রেন চলাচল বন্ধ ২ ঘণ্টা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৯: ০২
টাঙ্গাইলে ভ্যানে ধাক্কা দিয়ে বাস রেললাইনে, ট্রেন চলাচল বন্ধ ২ ঘণ্টা

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বাস মহাসড়কের পাশের রেললাইনের ওপর উঠে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আজ শুক্রবার বেলা পৌনে ২টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্খা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ইউনিটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি মহাসড়কের কামাক্খা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশেই রেললাইনের ওপর গিয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। 

টাঙ্গাইলে সংঘর্ষের পর রেললাইনের ওপর উঠে পড়া বাসবঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি রেললাইনের ওপর উঠে পড়ে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভারতের মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে বাসটি রেললাইন থেকে অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া রেললাইনে ওঠা বাসটি সরানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত