Ajker Patrika

স্বামী-স্ত্রীর একই সঙ্গে আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
স্বামী-স্ত্রীর একই সঙ্গে আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে ফাঁসিতে ঝুলে একই সঙ্গে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার সফিপুর আহমদনগর চৌরাস্তা এলাকার ভাড়া বাসায় তাঁরা আত্মহত্যা করেন বলে জানা যায়। 

নিহতরা হলেন-রাজশাহী জেলার বাগমারা উপজেলার নিচু কাতিলা থানার ইসলামের ছেলে আকাশ (২১) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাশিপুর থানার রনি মিয়ার মেয়ে সালমার তারা আইরিন (১৮)। 

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, আকাশ-আইরিন দম্পতি এক মাস আগে আহমদনগর চৌরাস্তা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করা শুরু করেন। আইরিন একটি স্থানীয় কারখানায় চাকরি করতেন এবং তাঁর স্বামী আকাশ অটোরিকশা চালাতেন। দুই মাস আগে বিয়ে করেন তাঁরা। বিয়ের আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আজ শনিবার সকালে তাঁদের ঘরের দরজা বন্ধ পেয়ে আশপাশের লোকজন অনেক ডাকাডাকি করে। পরে জানালা দিয়ে লক্ষ্য করলে দেখা যায় তাঁরা দুজনে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, ঘর ভেতর থেকে তালাবদ্ধ করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী-স্ত্রী দুজনেই। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত