Ajker Patrika

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ দাখিল পরীক্ষার্থীর মৃত্যু 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১: ১৭
Thumbnail image

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল খান (১৭) ও নাইম খান (১৭) নামের দুই দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রানা নামের আরেক কলেজ শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাত ৮টায় উপজেলার ছনখোলা-আলোকদিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম খান (১৭) উপজেলার এগারকাহনিয়া গ্রামের ফজলুর রহমান খানের ছেলে এবং শাকিল খান (১৭) একই গ্রামের আ. ছাত্তার খানের ছেলে। তারা দুজনই মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছে। গুরুতর আহত রানা (১৮) একই গ্রামের সুলতান খানের ছেলে এবং স্থানীয় একটি কলেজের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাকিল, নাইম ও রানা তিন বন্ধু গতকাল শুক্রবার রাত অনুমান ৮টার দিকে ঘাটাইল উপজেলার ছনখোলা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। তাদের বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেলটি আমুয়াবাইদ নামের একটি জায়গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে তারা সড়কে পড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিল খান ও নাইম খানের মৃত্যু। এ সময় রানাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার জানান, এ ব্যাপারে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত