Ajker Patrika

বিনা পরোয়ানায় গ্রেপ্তার: ৫৪ ধারার নির্দেশনা স্থগিত করেননি আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৫: ৫৪
বিনা পরোয়ানায় গ্রেপ্তার: ৫৪ ধারার নির্দেশনা স্থগিত করেননি আপিল বিভাগ

বিনা পরোয়ানায় গ্রেপ্তারসংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও রিমান্ড-সংক্রান্ত ১৬৭ ধারা নিয়ে আদালতের নির্দেশনা স্থগিত করেননি আপিল বিভাগ। নির্দেশনার বিষয়ে আপিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা রিভিউ আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। 

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে রিভিউ আবেদনটির শুনানি হয়। 

রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার অনিক আর হক। 

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘সবকিছু দেখে আদালত আমাদের লিভ (আপিলের অনুমতি) দিয়েছেন। স্থগিতাদেশ আগেও ছিল না, এখনো দেয়নি। রায় হওয়ার পর যেভাবে ছিল সেভাবেই আছে।’ 
 
আইনজীবী অনিক আর হক বলেন, ‘রিভিউ আবেদনে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের ছয় দফা নির্দেশনা বাতিল চেয়েছে। সে বিষয়ে আজকে শুনানি হয়েছে। আদালত অধিকতর শুনানির জন্য গ্রহণ করেছেন। তবে নির্দেশনাগুলো স্থগিত করেননি।’ 
 
১৯৯৮ সালে ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে মারা যান রুবেল। এরপর এসংক্রান্ত বিচার বিভাগীয় তদন্ত কমিটি ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের পক্ষে কয়েকটি সুপারিশ করে। সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) হাইকোর্টে রিট করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০০৩ সালের ৭ এপ্রিল ১৫ দফা নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। 

রায়ে ছয় মাসের মধ্যে ৫৪ ধারায় গ্রেপ্তার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রচলিত বিধান সংশোধন করতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ওই ধারাগুলো সংশোধনের আগে সরকারকে নির্দেশনা মেনে চলতে বলা হয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 

শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় সংশোধন করে রায় দেন। ওই রায়ের ছয়টি নির্দেশনার বিষয়ে আপত্তি তুলে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত