Ajker Patrika

শ্রীনগরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, ৩৫ লাখ টাকার ক্ষতি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১: ৫০
শ্রীনগরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, ৩৫ লাখ টাকার ক্ষতি

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত হয়ে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার বারৈগাও বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে তাওহিদা কসমেটিকস, নাইম কসমেটিকস, নেট কানেক্ট, আনাস স্টুডিও, কাওছার স্টোর নামে দোকান পুরে ছাই হয়ে যায়। স্থানীয় জনগণ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বাজার কমিটির সহসাধারণ সম্পাদক শামিম হোসেন বিপ্লব বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের সরকারিভাবে ক্ষতি পূরণের জোর দাবি জানাই।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজ রিবেন জানান, রাত ৩টা ২২ মিনিটে আমার অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পারি। ঘটনাস্থল কাছাকাছি ছিল। আমরা পৌঁছাই ৩টা ৩৪ মিনিটে। কিন্তু বাজারে জড়ো হওয়া প্রচুর সংখ্যক উত্তেজিত জনতার কারণে আগুন নেভানোর কাজ করা সম্ভব হয়নি। তারা ফায়ার সার্ভিসের গাড়িতে ঢিল ছুড়ে গাড়ির একপাশের কাচ ভেঙে ফেলে। পরিস্থিতি বেসামাল দেখে উপস্থিত পুলিশ সদস্যদের পরামর্শে ফিরে আসতে বাধ্য হয়েছি। আগুন নেভানোর কাজে অংশ নেওয়া যায়নি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত