Ajker Patrika

ভাগনের পায়ে এয়ারগান দিয়ে গুলি করে গ্রেপ্তার মামা

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৪, ১৫: ৪৯
ভাগনের পায়ে এয়ারগান দিয়ে গুলি করে গ্রেপ্তার মামা

গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এয়ারগান দিয়ে ভাগনে মো. তানিম উদ্দিনের (২২) পায়ে গুলি করেছেন সাবেক সেনাসদস্য মামা গোলাম মোস্তফা (৪৮)।  ঘটনার পর এয়ারগানসহ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানার পুলিশ।  গতকাল শনিবার সন্ধ্যায় শহরের নবীনবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় তানিমের বাবা সাহিদুজ্জামান মিয়া বাদী হয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জেরে বড় বোনের ছেলে তানিমের সঙ্গে কথা-কাটাকাটি হয় সাবেক সেনাসদস্য মোস্তফার। একপর্যায়ে রাগান্বিত হয়ে মোস্তফা তাঁর ব্যবহৃত এয়ারগান দিয়ে তানিমের ডান পায়ে গুলি করেন।  

উপপরিদর্শক রাসেল আহমেদ বলেন, পরিবারের লোকজন আহত অবস্থায় তানিমকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শনিবার সন্ধ্যায় গোলাম মোস্তফাকে আটক করে সদর থানায় নিয়ে আসে। 

মামলার পর গোলাম মোস্তফাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত