নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালতের নির্দেশ মতো স্ত্রীকে জমি লিখে দেওয়ায় স্বামীকে ফায়ারম্যানের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আপিল বিভাগ আদেশে বলেন, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামী ও স্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে তাঁরা সুখী দাম্পত্য জীবনযাপন করবেন। দুজনের সমঝোতার কারণে স্বামীর চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
এর আগে গত ২২ সেপ্টেম্বর স্ত্রীকে জমি লিখে দেওয়ার শর্তে স্বামীকে চাকরি ফেরত দেওয়ার কথা বলেছিলেন আদালত।
যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে ফায়ারম্যান স্বামীর বিরুদ্ধে মামলা করেন তাঁর স্ত্রী। পরে রাজশাহীর নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায়ে স্বামীর সাজা হয় এবং তিনি চাকরি থেকে বরখাস্ত হন। পরে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট স্বামীকে খালাস দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। অন্যদিকে স্বামী মামলা খারিজ চেয়ে আপিল বিভাগে একটি ‘কম্প্রোমাইজ অ্যাপ্লিকেশন’ (সমঝোতার আবেদন) করেন।
শুনানির সময় স্ত্রী আপিল বিভাগে উপস্থিত হয়ে তাঁকে নির্যাতনের বর্ণনা দেন। পরে জমি লিখে দিলে স্বামীর চাকরি ফেরত দেওয়ার কথা বলেন আদালত।
আদালতের নির্দেশ মতো স্ত্রীকে জমি লিখে দেওয়ায় স্বামীকে ফায়ারম্যানের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আপিল বিভাগ আদেশে বলেন, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামী ও স্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে তাঁরা সুখী দাম্পত্য জীবনযাপন করবেন। দুজনের সমঝোতার কারণে স্বামীর চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
এর আগে গত ২২ সেপ্টেম্বর স্ত্রীকে জমি লিখে দেওয়ার শর্তে স্বামীকে চাকরি ফেরত দেওয়ার কথা বলেছিলেন আদালত।
যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে ফায়ারম্যান স্বামীর বিরুদ্ধে মামলা করেন তাঁর স্ত্রী। পরে রাজশাহীর নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায়ে স্বামীর সাজা হয় এবং তিনি চাকরি থেকে বরখাস্ত হন। পরে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট স্বামীকে খালাস দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। অন্যদিকে স্বামী মামলা খারিজ চেয়ে আপিল বিভাগে একটি ‘কম্প্রোমাইজ অ্যাপ্লিকেশন’ (সমঝোতার আবেদন) করেন।
শুনানির সময় স্ত্রী আপিল বিভাগে উপস্থিত হয়ে তাঁকে নির্যাতনের বর্ণনা দেন। পরে জমি লিখে দিলে স্বামীর চাকরি ফেরত দেওয়ার কথা বলেন আদালত।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করাসহ তিন দফা দাবিতে রাজধানীর সচিবালয়ে আমরণ অনশন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পৃথক পোস্টে এই ঘোষণা দেন তাঁরা। এ জন্য বিকেলে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা।
১৮ মিনিট আগেধর্ষণ মামলার পক্ষে আইনি লড়াইকে কেন্দ্র করে জামালপুরে আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে জেলা আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে ৷
২৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. এম আবদুস সোবহানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
৩৮ মিনিট আগেবগুড়ার গাবতলীতে স্বামীর নির্যাতনে আহত গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দেড়টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
২ ঘণ্টা আগে