Ajker Patrika

প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৪: ৫৬
প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ৭ দফা দাবি

প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ৭ দফা দাবি জানিয়েছে ডিজেবল ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রিসার্চ অর্গানাইজেশন (ডিডিএইচআরও)। আজ বুধবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনের সদস্যরা এ দাবি তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনে ডিডিএইচআরও এর সাধারণ সম্পাদক সারমিন আক্তার ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে—১. প্রতিবন্ধিতার ধরন, মাত্রা ও যোগ্যতা অনুসারে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। ২. অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কমপক্ষে ৭৫০ টাকা থেকে ১০,০০০ টাকায় উন্নীত করতে হবে। ৩. অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধিতার মাত্রা অনুসারে নির্ধারণ করতে হবে। ৪.২০১৮ সালে প্রতিবন্ধী কোটা বিলুপ্তির পর প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ নিয়োগব্যবস্থা বাস্তবায়ন করা। ৫. অন্যান্য নাগরিকদের ন্যায় প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদা অনুযায়ী স্ব স্ব মন্ত্রণালয়কে দায়িত্ব গ্রহণ করতে হবে। ৬. প্রতিটি জেলায় দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েদের আবাসিক হোস্টেল চালু করতে হবে। ৭. দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ক্রিকেট খেলার সার্বিক দায়িত্ব বিসিবিকে নিতে হবে। 

ডিজেবল ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রিসার্চ অর্গানাইজেশনের সভাপতি রোকন উদ্দিন বলেন, ‘যেসব প্রতিবন্ধী ব্যক্তি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা অর্জন করে বেকারত্বের অমানবিক পরিস্থিতি এবং প্রতিবন্ধিতার সঙ্গে কঠোর সংগ্রাম করছেন। যাঁদের পারিবারিক অবস্থা একেবারেই অসচ্ছল, তাঁদের রাস্তায় নেমে শিক্ষিত ভিক্ষুক হওয়া ছাড়া আর কোনো পথ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত