গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিরব শেখ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোনা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফোরকান শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরবের সঙ্গে তার চাচা আব্দুল শেখের গাছের ডাল কাটা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দু পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিরব গুরুতর আহতসহ উভয় পক্ষের ৬ জন আহত হন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নিরবকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, দীর্ঘদিন ধরে নিরবের পরিবারের সঙ্গে তার চাচার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা আব্দুল শেখের পরিবারের সঙ্গে নিরবের পরিবারের সংঘর্ষ হয়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিরবের লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিরব শেখ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোনা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফোরকান শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরবের সঙ্গে তার চাচা আব্দুল শেখের গাছের ডাল কাটা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দু পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিরব গুরুতর আহতসহ উভয় পক্ষের ৬ জন আহত হন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নিরবকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, দীর্ঘদিন ধরে নিরবের পরিবারের সঙ্গে তার চাচার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা আব্দুল শেখের পরিবারের সঙ্গে নিরবের পরিবারের সংঘর্ষ হয়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিরবের লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
১৪ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের তিন দিন পর জামিলা খাতুন (৪০) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামের একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামিলা খাতুন ওই গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী।
৩৭ মিনিট আগে‘এক করপোরেশন, এক পে-স্কেল’ বাস্তবায়ন ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) শ্রমিক-কর্মচারী ঐক্যজোট।
৩৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন আজমীরা আরেফিন। আজমীরা আরেফিন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের সাবেক এমপি ও রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত নির্বাহী সদস্য লতিফুর রহমানের সুপারিশপ্রাপ্ত ছিলেন।
৪২ মিনিট আগে