Ajker Patrika

শহীদ মিনারে ডা. জাফরুল্লাহকে গার্ড অব অনার প্রদান 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৫: ৩৪
শহীদ মিনারে ডা. জাফরুল্লাহকে গার্ড অব অনার প্রদান 

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম হেদায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টা ২৬ মিনিটে জেলা প্রশাসকের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর গার্ড অব অনার প্রদান করা হয়। 

পরিবারের পক্ষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ভাই শহীদুল্লাহ চৌধুরী বলেন, ‘আমার ভাই আমাদের মহিরুহ, তিনি নির্লোভ মানুষ ছিলেন। লোভ তাকে কখনো স্পর্শ করতে পারেনি। আমাদের পরিবারের কোনো সদস্যের জন্য কখনো কোথাও সুপারিশ করেননি। সব সময় আমাদের খোঁজ নিতেন। এমনকি অসুস্থ অবস্থায়ও খোঁজ নিয়েছেন। শ্রদ্ধা জানাতে উপস্থিত জনতার প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানান শহীদুল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত