ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
অনলাইন ডেস্ক
গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় মুসল্লিদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জোবায়েরপন্থীরা। বিক্ষোভ ও অবরোধের কারণে গতকাল বুধবার দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর স্টেশন রোড ও শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জোবায়েরপন্থীরা। সড়ক অবরোধের প্রভাবে গাজীপুর দিয়ে ঢাকা থেকে বের হওয়া ও ঢাকায় ঢোকার উভয় পথে তীব্র যানজট দেখা দেয়। তা রাজধানীর উত্তরা, কুড়িল বিশ্বরোড, বনানী, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজধানীর বিমানবন্দর ও এর আশপাশ এলাকায় গতকাল সন্ধ্যায়ও বিভিন্ন ধরনের যানবাহনকে যানজটে আটকে থাকতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনকর্মীরা।
উত্তরা প্রতিনিধি জানান, মহাসড়কের উত্তরা ও বিমানবন্দর এলাকা ঘুরে এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জোবায়েরপন্থীদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় অংশে যানজট দেখা দেয়। বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার পথে উত্তরা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সড়কে ডাইভারশন করে দেয়।
বিদেশগামী মো. হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে মহাসড়কের যানজটের কারণে বিপদেই পড়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো, হাতে বেশি সময় নিয়ে বের হয়েছিলাম। তাতেও ফ্লাইট ছেড়ে দেওয়ার কিছুটা সময় আগে বিমানবন্দরে পৌঁছাতে পেরেছি। নাহলে বিদেশযাত্রাই শেষ হয়ে যেত।’
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।
সৌখিন পরিবহনের চালক সুরুজ মিয়া বলেন, ‘সকাল ৯টার কিছু পর মাওনা চৌরাস্তায় এসে পৌঁছাই। এসে দেখি হুজুররা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এক ঘণ্টার বেশি সময় বাস বন্ধ করে বসে আছি। কিছু যাত্রী বাস থেকে নেমে গেছে।’
ইসলাম পরিবহনের যাত্রী আমেনা খাতুন জানান, তাঁর ছোট বোন স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। কারখানায় বোনের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে বাসে করে রওনা দেন তিনি। কিন্তু আন্দোলনের কারণে দীর্ঘ সময় ধরে বাসে বসে থাকতে হয়েছে। সোনার বাংলা পরিবহনের যাত্রী সবুজ মিয়া বলেন, ‘শত শত পরিবহন আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।’
টঙ্গী প্রতিনিধি জানান, তাবলিগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বাজার এলাকা থেকে গাজীপুরা বাসস্টেশন পর্যন্ত যানবাহনের ধীরগতি দেখা যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে তারগাছ ও বিআরটি প্রকল্পের উড়ালসেতুতে টঙ্গী অংশে যানবাহনের জটলা দেখা দেয়।
যানজট প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামীরকে ফোন করা হলে তিনি সরাসরি ছাড়া বক্তব্য দেবেন না বলে জানান।
গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় মুসল্লিদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জোবায়েরপন্থীরা। বিক্ষোভ ও অবরোধের কারণে গতকাল বুধবার দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর স্টেশন রোড ও শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জোবায়েরপন্থীরা। সড়ক অবরোধের প্রভাবে গাজীপুর দিয়ে ঢাকা থেকে বের হওয়া ও ঢাকায় ঢোকার উভয় পথে তীব্র যানজট দেখা দেয়। তা রাজধানীর উত্তরা, কুড়িল বিশ্বরোড, বনানী, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজধানীর বিমানবন্দর ও এর আশপাশ এলাকায় গতকাল সন্ধ্যায়ও বিভিন্ন ধরনের যানবাহনকে যানজটে আটকে থাকতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনকর্মীরা।
উত্তরা প্রতিনিধি জানান, মহাসড়কের উত্তরা ও বিমানবন্দর এলাকা ঘুরে এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জোবায়েরপন্থীদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় অংশে যানজট দেখা দেয়। বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার পথে উত্তরা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সড়কে ডাইভারশন করে দেয়।
বিদেশগামী মো. হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে মহাসড়কের যানজটের কারণে বিপদেই পড়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো, হাতে বেশি সময় নিয়ে বের হয়েছিলাম। তাতেও ফ্লাইট ছেড়ে দেওয়ার কিছুটা সময় আগে বিমানবন্দরে পৌঁছাতে পেরেছি। নাহলে বিদেশযাত্রাই শেষ হয়ে যেত।’
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।
সৌখিন পরিবহনের চালক সুরুজ মিয়া বলেন, ‘সকাল ৯টার কিছু পর মাওনা চৌরাস্তায় এসে পৌঁছাই। এসে দেখি হুজুররা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এক ঘণ্টার বেশি সময় বাস বন্ধ করে বসে আছি। কিছু যাত্রী বাস থেকে নেমে গেছে।’
ইসলাম পরিবহনের যাত্রী আমেনা খাতুন জানান, তাঁর ছোট বোন স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। কারখানায় বোনের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে বাসে করে রওনা দেন তিনি। কিন্তু আন্দোলনের কারণে দীর্ঘ সময় ধরে বাসে বসে থাকতে হয়েছে। সোনার বাংলা পরিবহনের যাত্রী সবুজ মিয়া বলেন, ‘শত শত পরিবহন আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।’
টঙ্গী প্রতিনিধি জানান, তাবলিগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বাজার এলাকা থেকে গাজীপুরা বাসস্টেশন পর্যন্ত যানবাহনের ধীরগতি দেখা যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে তারগাছ ও বিআরটি প্রকল্পের উড়ালসেতুতে টঙ্গী অংশে যানবাহনের জটলা দেখা দেয়।
যানজট প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামীরকে ফোন করা হলে তিনি সরাসরি ছাড়া বক্তব্য দেবেন না বলে জানান।
তিনি বলেন, ‘প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নয়, বরং প্রযুক্তির মাধ্যমে অতিক্রম করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই প্রকল্পকে একটি ইন্ডাস্ট্রিতে রূপ দেওয়ার লক্ষ্যে সরকার ও একাডেমিয়াকে একযোগে কাজ করতে হবে। এ জন্য উন্নয়নাধীন বাংলা ভাষায় স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার
৪ মিনিট আগেশিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে যশোর শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এইচএসসি পরীক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করে। পরে তারা জেলা প্রশাসকের কার্য
৩০ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সপ্তম শ্রেণির ছাত্র সামিউল করিমের মরদেহ আজ মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে নিয়ে এলে শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন বাড়িতে। সেখানে নানাবাড়িতেই তার দাফন সম্পন্ন হয়।
৩১ মিনিট আগেজামালপুরের বকশীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় তানহা আক্তার (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার উত্তর সীমারপাড় সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানহা ওই এলাকার জালাল মাস্টারের মেয়ে।
৩৪ মিনিট আগে