কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় পুলিশ কনস্টেবল সোহেল রানার শিশু সন্তান রাইসুল ইসলামের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে আজ সোমবার সকালে। এর আগে সকালে পুলিশ সদস্য সোহেল রানা ও বেলন দে নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে দুর্ঘটনায় নিখোঁজ সবার মরদেহই উদ্ধার করা হলো। এতে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয়ে।
ভৈরব নৌ পুলিশের ইউনিট ইনচার্জ কেএম মনিরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, আজ সকালে ভৈরবের মেঘনা নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বিআইডব্লিউটিএর উপপরিচালক ও উদ্ধার ইউনিট প্রত্যয়ের প্রধান ওবায়দুল করিম বলেন, আজ সোমবার সকালে মেঘনা নদীর ভৈরব মাছের আড়ত এলাকা থেকে কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ট্রলারটি ডুবে যাওয়ার পর সুবর্ণা আক্তার (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে শনিবার উদ্ধার তৎপরতা চালানোর সময় দুপুর সাড়ে ১২টার দিকে মৌসুমী বেগম (২৫) ও আরাধ্য (১২) নামে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে সুবর্ণা আক্তার ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার স্বপন মিয়ার মেয়ে, মৌসুমী বেগম নিখোঁজ কনস্টেবল সোহেল রানার স্ত্রী এবং আরাধ্য ভৈরবের আমলাপাড়ার টোটন দের মেয়ে।
এদিকে রোববার তিনটার দিকে উদ্ধার তৎপরতা চালানোর সময় উদ্ধার করা হয় ভৈরব আমলাপাড়া এলাকার বাসিন্দা ও ভৈরব রেলওয়ে স্টেশনের ফল ব্যবসায়ী ঝন্টু দে স্ত্রী রুপা দে (৩৬), নরসিংদী জেলার বেলাব উপজেলার দড়িকান্দি এলাকার দারু মিয়ার মেয়ে কলেজছাত্রী আনিকা আক্তার (১৮) ও পুলিশ কনস্টেবল সোহেল রানার মেয়ে ইভা বেগমের (৭) মরদেহ। এদিকে আজ যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বেলন দে ফল ব্যবসায়ী ঝন্টু দের ভগ্নিপতি।
এ ঘটনায় গত শনিবার রাতে ট্রলারটিকে ধাক্কা দেওয়া বাল্কহেডের সুকানি ও ইঞ্জিন মিস্ত্রিকে আসামি করে নিখোঁজ পুলিশ কনস্টেবল মো. সোহেল রানার বাবা মো. আব্দুল আলিম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় একটি মামলাটি দায়ের করেন। তবে মামলার এজাহারে আসামিদের নাম উল্লেখ করা হয়নি।
নৌ-পুলিশ কিশোরগঞ্জ জোনের অতিরিক্ত দায়িত্বে থাকা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, মামলাটি ঘটনাস্থলের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় দায়ের করা হয়েছে। তবে নৌ পুলিশ তদন্তকাজ শুরু করেছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তার ও বাল্কহেডটি শনাক্তকরণে অভিযান চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে একটি ট্রলারকে অজ্ঞাত একটি বাল্কহেড ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে ডুবে যায়। ট্রলারটিতে কনস্টেবল সোহেল রানার পরিবারের পাঁচজন, ভৈরবের আমলাপাড়ার ফল ব্যবসায়ী ঝন্টু দের পরিবারের সাতজন এবং কলেজপড়ুয়া দুই বান্ধবী সুবর্ণা ও আনিকাসহ মোট ২১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় ঘটনার পর পর মোট ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আর আজ তিনজনসহ মোট নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্বজনেরা জানিয়েছেন, ভৈরবে কনস্টেবল সোহেল রানার বাসায় বেড়াতে এসে ভাগনি মারিয়া বেগম (১৬) আবদার করেছিল মেঘনা নদী ভ্রমণের। ভাগনির আবদার রক্ষা করতে গিয়ে শুক্রবার বিকেলে সোহেল রানা তার স্ত্রী, দুই সন্তান ও ভাগনিকে নিয়ে নদী ভ্রমণে যান। ট্রলারডুবির পর ভাগনি মারিয়া প্রাণে রক্ষা পেলেও সোহেল রানাসহ তার পুরো পরিবার নিখোঁজ হন। সোহেল রানার বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে।
এই সম্পর্কিত আরও খবর পড়ুন:
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় পুলিশ কনস্টেবল সোহেল রানার শিশু সন্তান রাইসুল ইসলামের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে আজ সোমবার সকালে। এর আগে সকালে পুলিশ সদস্য সোহেল রানা ও বেলন দে নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে দুর্ঘটনায় নিখোঁজ সবার মরদেহই উদ্ধার করা হলো। এতে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয়ে।
ভৈরব নৌ পুলিশের ইউনিট ইনচার্জ কেএম মনিরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, আজ সকালে ভৈরবের মেঘনা নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বিআইডব্লিউটিএর উপপরিচালক ও উদ্ধার ইউনিট প্রত্যয়ের প্রধান ওবায়দুল করিম বলেন, আজ সোমবার সকালে মেঘনা নদীর ভৈরব মাছের আড়ত এলাকা থেকে কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ট্রলারটি ডুবে যাওয়ার পর সুবর্ণা আক্তার (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে শনিবার উদ্ধার তৎপরতা চালানোর সময় দুপুর সাড়ে ১২টার দিকে মৌসুমী বেগম (২৫) ও আরাধ্য (১২) নামে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে সুবর্ণা আক্তার ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার স্বপন মিয়ার মেয়ে, মৌসুমী বেগম নিখোঁজ কনস্টেবল সোহেল রানার স্ত্রী এবং আরাধ্য ভৈরবের আমলাপাড়ার টোটন দের মেয়ে।
এদিকে রোববার তিনটার দিকে উদ্ধার তৎপরতা চালানোর সময় উদ্ধার করা হয় ভৈরব আমলাপাড়া এলাকার বাসিন্দা ও ভৈরব রেলওয়ে স্টেশনের ফল ব্যবসায়ী ঝন্টু দে স্ত্রী রুপা দে (৩৬), নরসিংদী জেলার বেলাব উপজেলার দড়িকান্দি এলাকার দারু মিয়ার মেয়ে কলেজছাত্রী আনিকা আক্তার (১৮) ও পুলিশ কনস্টেবল সোহেল রানার মেয়ে ইভা বেগমের (৭) মরদেহ। এদিকে আজ যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বেলন দে ফল ব্যবসায়ী ঝন্টু দের ভগ্নিপতি।
এ ঘটনায় গত শনিবার রাতে ট্রলারটিকে ধাক্কা দেওয়া বাল্কহেডের সুকানি ও ইঞ্জিন মিস্ত্রিকে আসামি করে নিখোঁজ পুলিশ কনস্টেবল মো. সোহেল রানার বাবা মো. আব্দুল আলিম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় একটি মামলাটি দায়ের করেন। তবে মামলার এজাহারে আসামিদের নাম উল্লেখ করা হয়নি।
নৌ-পুলিশ কিশোরগঞ্জ জোনের অতিরিক্ত দায়িত্বে থাকা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, মামলাটি ঘটনাস্থলের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় দায়ের করা হয়েছে। তবে নৌ পুলিশ তদন্তকাজ শুরু করেছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তার ও বাল্কহেডটি শনাক্তকরণে অভিযান চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে একটি ট্রলারকে অজ্ঞাত একটি বাল্কহেড ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে ডুবে যায়। ট্রলারটিতে কনস্টেবল সোহেল রানার পরিবারের পাঁচজন, ভৈরবের আমলাপাড়ার ফল ব্যবসায়ী ঝন্টু দের পরিবারের সাতজন এবং কলেজপড়ুয়া দুই বান্ধবী সুবর্ণা ও আনিকাসহ মোট ২১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় ঘটনার পর পর মোট ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আর আজ তিনজনসহ মোট নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্বজনেরা জানিয়েছেন, ভৈরবে কনস্টেবল সোহেল রানার বাসায় বেড়াতে এসে ভাগনি মারিয়া বেগম (১৬) আবদার করেছিল মেঘনা নদী ভ্রমণের। ভাগনির আবদার রক্ষা করতে গিয়ে শুক্রবার বিকেলে সোহেল রানা তার স্ত্রী, দুই সন্তান ও ভাগনিকে নিয়ে নদী ভ্রমণে যান। ট্রলারডুবির পর ভাগনি মারিয়া প্রাণে রক্ষা পেলেও সোহেল রানাসহ তার পুরো পরিবার নিখোঁজ হন। সোহেল রানার বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে।
এই সম্পর্কিত আরও খবর পড়ুন:
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৫ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩২ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৭ মিনিট আগে