Ajker Patrika

গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে আইভী, পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৫, ১০: ২২
আইভি-গণমাধ্যমে কথা বলছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: আজকের পত্রিকা
আইভি-গণমাধ্যমে কথা বলছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: আজকের পত্রিকা

হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। এদিকে সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে তাঁর অনুসারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও পটকার বিস্ফোরণ ঘটায়।

আজ শুক্রবার সকালে শহরের বিবি রোডের কালীবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রেপ্তারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে ধরে নিয়ে যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অপরাধী। কিন্তু নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনো করিনি।’

সাবেক মেয়র আরও বলেন, ‘যখনই নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড ঘটেছে, তখনই প্রতিবাদ করেছি। কোনো অপরাধ না করে অপরাধী হিসেবে আমাকে গ্রেপ্তার করা বৈষম্য।’ তিনি বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান।

হামলা-আইভীকে গ্রেপ্তার করে নেওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা করেন তাঁর সমর্থকেরা। ছবি: আজকের পত্রিকা
হামলা-আইভীকে গ্রেপ্তার করে নেওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা করেন তাঁর সমর্থকেরা। ছবি: আজকের পত্রিকা

এর আগে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে সেলিনা হায়াত আইভীর বাড়িতে অভিযান চালানো হয়। শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা এবং হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বর্তমানে তাঁকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। দুপুরে আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনের মেয়র পদ বিলুপ্ত করা হয়। এর পর থেকে নিজ বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াৎ আইভী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত