নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে জজ আদালত প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার পর এই ঘটনা ঘটে।
বিস্ফোরণের ঘটনার সময় আইনজীবীরা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। লাইনের পাশেই বিস্ফোরণ ঘটে। তখন হুড়োহুড়ি লেগে যায়।
ঢাকা জজ আদালতের আইনজীবী জাবের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনজীবীরা দৌড়াদৌড়ি শুরু করেন। ঢাকা আইনজীবী সমিতির সামনে এই ঘটনা ঘটে।’
আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনে গতকাল ও আজ ভোট হয়। নির্বাচনে দ্বিতীয় দিনে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত করা হয়। জাল ভোট দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান কমিটির নেতারা ভোট কেন্দ্রে এসে জোরপূর্বক ভোট গ্রহণ স্থগিত করান বলে অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
ঘটনায় সময় হাতাহাতি ও ঠেলাঠেলিতে কয়েকজন আইনজীবী আহত হয়েছে বলেও জানা যায়। ভোট গ্রহণ স্থগিত করা হয়। বিকেল ৪টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়। তার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে।
গতকাল বুধবার প্রথম দিনের ভোট গ্রহণ হয়। ৪ হাজার ২৩০ আইনজীবী প্রথম দিনে ভোট দেন। এবার নির্বাচনে ভোটার ২১ হাজার ১৩৭ জন।
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্ব পালনকারী কোতোয়ালি থানার উপপরিদর্শক আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা ককটেল নয়, পটকা জাতীয় কিছু হবে। নির্বাচনে ভয়ভীতি দেখানোর জন্য এট করা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এটা করেছে, তা জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে জজ আদালত প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার পর এই ঘটনা ঘটে।
বিস্ফোরণের ঘটনার সময় আইনজীবীরা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। লাইনের পাশেই বিস্ফোরণ ঘটে। তখন হুড়োহুড়ি লেগে যায়।
ঢাকা জজ আদালতের আইনজীবী জাবের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনজীবীরা দৌড়াদৌড়ি শুরু করেন। ঢাকা আইনজীবী সমিতির সামনে এই ঘটনা ঘটে।’
আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনে গতকাল ও আজ ভোট হয়। নির্বাচনে দ্বিতীয় দিনে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত করা হয়। জাল ভোট দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান কমিটির নেতারা ভোট কেন্দ্রে এসে জোরপূর্বক ভোট গ্রহণ স্থগিত করান বলে অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
ঘটনায় সময় হাতাহাতি ও ঠেলাঠেলিতে কয়েকজন আইনজীবী আহত হয়েছে বলেও জানা যায়। ভোট গ্রহণ স্থগিত করা হয়। বিকেল ৪টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়। তার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে।
গতকাল বুধবার প্রথম দিনের ভোট গ্রহণ হয়। ৪ হাজার ২৩০ আইনজীবী প্রথম দিনে ভোট দেন। এবার নির্বাচনে ভোটার ২১ হাজার ১৩৭ জন।
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্ব পালনকারী কোতোয়ালি থানার উপপরিদর্শক আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা ককটেল নয়, পটকা জাতীয় কিছু হবে। নির্বাচনে ভয়ভীতি দেখানোর জন্য এট করা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এটা করেছে, তা জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
উজান থেকে নেমে আসা ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। সোমবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক শূন্য ৭ মিটার, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
৪ মিনিট আগেস্থানীয় বিএনপি নেতা ফরিদ খাঁ বলেন, ‘৫ আগস্ট ৩টার দিকে আনন্দ মিছিল থেকে ফেরার সময় ওয়াজেদ ও তার লোকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এখন তারাই “জুলাই যোদ্ধা” হয়ে গেছে।’
৮ মিনিট আগেঝিনাইদহ সদর খাদ্যগুদাম থেকে দুই সপ্তাহ আগে ৩০০ টন গমের চাহিদা দেওয়া হয়। চাহিদার বিপরীতে গত বৃহস্পতিবার আটটি ট্রাকে ৬৪ টন গম আসে। বাহকদের কাছ থেকে বুঝে নেওয়ার সময় দেখা যায় গমগুলো ছত্রাক ধরা ও নিম্নমানের। তখন আনলোড না করে এই গম খুলনাতে ফেরত দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করি।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ডিসি কার্যালয়ের সামনে কালেক্টর চত্বর, সিভিল সার্জন কার্যালয়ের সামনেসহ নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট, প্রফেসরপাড়া, বালুবাগান, আরামবাগ, মেথরপাড়া, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে, বাতেন খাঁসহ অনেক জায়গায় হাঁটুপানি জমে আছে।
১ ঘণ্টা আগে