Ajker Patrika

আমাদের দলে অনেক নেতা আছেন যাঁরা সরকারের এত উন্নয়ন অস্বীকার করেন: মমতাজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ২০: ৫৫
আমাদের দলে অনেক নেতা আছেন যাঁরা সরকারের এত উন্নয়ন অস্বীকার করেন: মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘আমাদের দলের অনেক নেতা আছেন, যাঁরা সরকারের এত উন্নয়ন অস্বীকার করেন। তাঁরা আবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান। আপনারা আর যা-ই বলেন, দেশের উন্নয়নের কথা অস্বীকার কইরেন না।’

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের মধুর আড্ডা রেস্টুরেন্টে কলেজশিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মমতাজ বলেন, ‘একটি দেশে একই সরকার বারবার ক্ষমতায় থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। বাংলাদেশেও তা-ই হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা চাই, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। দেশের উন্নয়ন অব্যাহত থাকে।’ 

সংসদ সদস্য মমতাজ বলেন, আওয়ামী লীগ সরকার পরপর ক্ষমতায় আসায় অবহেলিত মানিকগঞ্জে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, পদ্মার বেড়িবাঁধসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।

সিঙ্গাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরুদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন গোলাইডাংগা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজের অধ্যক্ষ কোহিনূর ইসলাম, বায়রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবু দুলাল চন্দ্র রায়, বায়রা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোহম্মদ আলী, সিঙ্গাইর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল রেজাউল সামীম, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, বাবু স্বপন কুমার মণ্ডল, মোশারফ হোসেনসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত