Ajker Patrika

রাব্বির বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত তদন্ত শেষে: বুয়েট উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৬: ৩৬
Thumbnail image

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতিকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বিকে বহিষ্কারসহ ছয় দফা দাবিতে আজও উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আজ শনিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা ক্লাস-পরীক্ষাও বর্জন করেন। 

সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে ছাত্ররাজনীতি প্রতিরোধের দাবিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এসব বিষয়ে আজ দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুয়েট উপাচার্য সত্য প্রসাদ মজুমদার। এ সময় তিনি বলে, ‘পুরো ঘটনা তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ৮ এপ্রিলের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে।’ 

উপাচার্য সত্য প্রসাদ বলেন, ‘ইমতিয়াজ রাব্বিকে হল থেকে বহিষ্কার আমরা করতে পারি, কিন্তু টার্ম বহিষ্কার শৃঙ্খলা কমিটির বৈঠক ডেকে নিয়মতান্ত্রিক উপায়ে এটি করতে হবে। শৃঙ্খলা কমিটির সভার জন্য তদন্ত প্রতিবেদন লাগবে। তদন্ত প্রতিবেদন ছাড়া শৃঙ্খলা কমিটি কোনো ব্যবস্থা নিতে পারবে না। এভাবে শাস্তি দেওয়া হলে আদালতে গিয়েও টিকবে না। ফলে তদন্ত লাগবে এবং তদন্তে অভিযুক্তকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আমাদের আইন ও নিয়ম অনুযায়ী চলতে হবে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। আজকে থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ছয় সদস্যবিশিষ্ট ওই কমিটিকে ৮ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।’

আজ (শনিবার) ও আগামীকাল (রোববার) শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের বিষয়ে উপাচার্য বলেন, ‘আমরা পরীক্ষা স্থগিত করিনি, তারা (শিক্ষার্থী) বর্জন করেছে। তারা পরীক্ষা স্থগিতের আবেদনও করেনি। আবেদন করলে আমরা বিবেচনা করতাম। তারা এখানে ভুল করেছে। পরীক্ষা হয়েছে, কিন্তু তারা পরীক্ষায় অনুপস্থিত ছিল। পরে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য আবেদন করলে, একাডেমিক কাউন্সিল তা বিবেচনা করতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের (বিএসডব্লিউ) পদত্যাগের দাবির প্রসঙ্গে বুয়েট উপাচার্য বলেন, ‘বিএসডব্লিউর পদত্যাগের এখন আমরা চিন্তা করছি না। কারণ, এটা নরমাল একটা প্রসিডিউর। নিয়ম অনুযায়ী যখন হওয়ার হবে। ডিএসডব্লিউ বলেছেন, তাঁর পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না। শিক্ষার্থীরা দাবি করতেই পারে, কিন্তু দাবির মুখে আমরা ব্যবস্থা নিতে পারি না।’ 

মধ্যরাতে ক্যাম্পাসে বহিরাগত ছাত্রলীগ নেতার প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানান সত্য প্রসাদ মজুমদার। তিনি বলেন, ‘সে (নিরাপত্তা কর্মকর্তা) কেন ঢুকতে দিল! তাঁর তো ঢুকতে দেওয়া উচিত হয়নি।’ 

ছাত্রলীগের সমালোচনা করে বুয়েট উপাচার্য বলেন, ‘গভীর রাতে কেউ (ক্যাম্পাসে) ঢুকলে এটা অবশ্যই অনিয়মতান্ত্রিক। কে ঢুকেছে, তাঁকে তো আগে চিহ্নিত করতে হবে। চিহ্নিত না করে তো শাস্তি দেওয়া যাবে না। এর জন্য সময় প্রয়োজন। যদি কোনো নিরাপত্তারক্ষী বহিরাগত ব্যক্তিদের ঢুকতে দিয়ে থাকেন, তাঁর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত