Ajker Patrika

নারায়ণগঞ্জে স্বামীকে দেখতে এসে গাড়িচাপায় স্ত্রী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে স্বামীকে দেখতে এসে গাড়িচাপায় স্ত্রী নিহত

কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর সঙ্গে দেখা করতে আসছিলেন রানু বেগম (৫০)। ফতুল্লা ওসমান আলী স্টেডিয়াম বাসস্ট্যান্ডে পৌঁছে সড়ক পারাপার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রানু কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বেড়াখোলা গ্রামের আবু তাহেরের স্ত্রী। আবু তাহের শারীরিক প্রতিবন্ধী এবং কাজের সুবাদে ফতুল্লায় একাই ভাড়া বাসায় বাস করেন। 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সঞ্জয় বলেন, রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জগামী অজ্ঞাত একটি গাড়ি রানু বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রানু বেগম ঘটনাস্থলেই মারা যায়। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা থেকে ফতুল্লার দাপা এলাকায় স্বামীর কাছে যাচ্ছিলেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের স্বামী আবু তাহের বলেন, ‘আমার স্ত্রী কুমিল্লায় আমার পৈতৃক বাড়িতে থাকে। আমি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ফতুল্লায় জীবিকা নির্বাহের জন্য একাই বাস করি। আজকে তার ফতুল্লায় আসার পরিকল্পনা ছিল। দুপুরে পুলিশ ফোন দিয়ে জানায় আমার স্ত্রী রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে।’ 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নে বলেন, ‘আমার এই শরীর নিয়ে থানা-পুলিশ দৌড়ানো সম্ভব না। তাও পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত