নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর’ ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ৮ বছর আগে জামিনে বেড় হওয়ার পর থেকে পলাতক ছিলেন তারা। গতকাল সোমবার রাতে ঢাকা জেলার সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কাজিপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মো. রবিউল ইসলাম (২৯) ও একই এলাকার আতাউর কাজির ছেলে মো. মাহফুজ ওরফে রানা। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, ২০১৩ সালের ২৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর শাহবাগ থানার সেগুনবাগিচা কার্পেট গলির চৌরাস্তা এলাকায় হিযবুত তাহরীর কতিপয় সদস্যসহ সরকার ও রাষ্ট্র বিরোধী এবং নাশকতামূলক কার্যক্রমের উদ্দেশ্যে মিছিল বের হয়। তারা মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হয়। এ সময় শাহবাগ থানা-পুলিশ তাদের বাঁধা দিলে তারা পুলিশের ওপর আক্রমণ করে। পরে থানা-পুলিশ ওই দুজনসহ কয়েকজনকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২০১৩ সালের ২৮ ডিসেম্বর শাহবাগ থানায় দায়ের করা মামলা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে সোপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ২০১৪ সালের ২৭ এপ্রিল ওই মামলার অভিযোগ আদালতে জমা দেওয়া হয়।
ওই মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা জামিনে কারাগার থেকে বের হয়ে আত্মগোপনে চলে যান। আদালতে হাজির না হয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন। এ সময়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দীর্ঘ প্রায় ৮ বছর পলাতক থাকার পর এটিইউ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর’ ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ৮ বছর আগে জামিনে বেড় হওয়ার পর থেকে পলাতক ছিলেন তারা। গতকাল সোমবার রাতে ঢাকা জেলার সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কাজিপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মো. রবিউল ইসলাম (২৯) ও একই এলাকার আতাউর কাজির ছেলে মো. মাহফুজ ওরফে রানা। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, ২০১৩ সালের ২৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর শাহবাগ থানার সেগুনবাগিচা কার্পেট গলির চৌরাস্তা এলাকায় হিযবুত তাহরীর কতিপয় সদস্যসহ সরকার ও রাষ্ট্র বিরোধী এবং নাশকতামূলক কার্যক্রমের উদ্দেশ্যে মিছিল বের হয়। তারা মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হয়। এ সময় শাহবাগ থানা-পুলিশ তাদের বাঁধা দিলে তারা পুলিশের ওপর আক্রমণ করে। পরে থানা-পুলিশ ওই দুজনসহ কয়েকজনকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২০১৩ সালের ২৮ ডিসেম্বর শাহবাগ থানায় দায়ের করা মামলা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে সোপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ২০১৪ সালের ২৭ এপ্রিল ওই মামলার অভিযোগ আদালতে জমা দেওয়া হয়।
ওই মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা জামিনে কারাগার থেকে বের হয়ে আত্মগোপনে চলে যান। আদালতে হাজির না হয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন। এ সময়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দীর্ঘ প্রায় ৮ বছর পলাতক থাকার পর এটিইউ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
মানিকগঞ্জের সিঙ্গাইরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজগর আলী (৬০) রায়দক্ষিণ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায়
৯ মিনিট আগেরাজধানীর উত্তরায় এক যুবককে প্রাইভেটকারে তুলে অপহরণের ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. হাসানুজ্জামান শাওন (৩৬) ও মো. আমির হোসেন (৩২)। দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই রিমান্ড মঞ্জুর করেন।
২৪ মিনিট আগেগাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে পৌরসভার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল পালোয়ান (৪৬)। তিনি দুর্বাটির মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে।
৩৫ মিনিট আগে