Ajker Patrika

বরকত–রুবেলের স্ত্রীর নির্দেশেই বাসে অগ্নিসংযোগ, হাইকোর্টের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বরকত–রুবেলের স্ত্রীর নির্দেশেই বাসে অগ্নিসংযোগ, হাইকোর্টের জামিন স্থগিত

১২টি বাস পোড়ানোর মামলায় গ্রেপ্তার ফরিদপুরের সাজ্জাদ হোসেন ওরফে বরকতের স্ত্রী আফরোজা পারভীন ও ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাদেরকে দ্রুত বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৬ অক্টোবর তাদেরকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করে।

গত ১২ মার্চ সাউথ লাইনের ওই বাসগুলোতে অগ্নিসংযোগ করা হয়। পরে ২১ মার্চ বাস পোড়ানোর ঘটনার সঙ্গে ফরিদপুরের বরকত–রুবেলের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-জহুরুল ইসলাম জনি, পারভেজ মৃধা ও মোহাম্মদ আলী। পরে ফরিদপুরের পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, বিমার দাবি আদায় এবং ব্যাংক ঋণের দায় থেকে অব্যাহতি পেতেই বাসগুলোতে আগুন দেওয়া হয়।

এর আগে সাউথ লাইনের সুপারভাইজার জনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাস পোড়ানোর ঘটনায় আফরোজা পারভীন ও সোহেলী ইমরোজ পুনমের জড়িত থাকার বর্ণনা দেন। তিনি আদালতে বলেন, চলতি বছরের ৩ মার্চ সন্ধ্যার পর তাকে ডাকা হয়। সেখানে গিয়ে তিনি দেখেন–বরকতের চাচা শ্বশুর কুটি মিয়া ও সেলিম মিয়া, বরকতের শ্যালক আলামিন ও রানা, বরকতের মামা শ্বশুর ফারুক মৃধা ও বসা আছে। ওই সময় আফরোজা পারভীন ও সোহেলী ইমরোজ তাকে বলেন, তাদের বাসগুলো বিভিন্ন ব্যাংকের নিকট দায়বদ্ধ ও ইন্স্যুরেন্স করা। এগুলো পড়ে থাকলে ঋণ বাড়বে। আর পুড়িয়ে দিলে ব্যাংক ঋণের সুবিধা এবং নতুন বাসের দামে টাকা পাওয়া যাবে। তাই বাস পোড়ানোর জন্য জনিকে টাকা দিতে চাইলে রাজি হন তিনি।

পরিকল্পনা অনুযায়ী ১১ মার্চ তাবলিগে যান জনি। মসজিদে রাত ১২টার দিকে সবাই ঘুমিয়ে গেলে আলামিন তাকে নিয়ে যায় বাসের কাছে। সেখানে গিয়ে তিনি দেখেন বরকতের চাচা শ্বশুর কুটি মিয়া ও সেলিম মিয়া, বরকতের শ্যালক আলামিন ও রানা, বরকতের মামা শ্বশুর ফারুক মৃধা এবং প্রতিবেশী ফরিদ ও পারভেজ দাঁড়িয়ে আছে। ওই সময় নাইট গার্ড মোহাম্মদ আলী দূরে দাঁড়িয়ে ছিল। জনি নাইট গার্ডকে বলেন, আগুন লাগানোর পর তিনি যেন ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর জনি, ফারুক ও কুটি বাসে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় ১২টি বাস পুড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত