Ajker Patrika

দিনে শ্রমিকের ছদ্মবেশে থেকে রাতে নামেন ডাকাতিতে, গ্রেপ্তার ৬

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৪, ১৪: ০৫
Thumbnail image

দিনের বেলায় থাকেন শ্রমিকের ছদ্মবেশে। রাত হলেই নামেন ডাকাতিতে। শুধু তাই নয়, চক্রটির মধ্যে একজন ঢাকায় বসে সার্বক্ষণিক নিয়ন্ত্রক হিসেবে কাজ করেন। এমনই একটি আন্তজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান পুলিশ সুপার মো. মোর্শেদ আলম। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন লক্ষ্মীপুরা এলাকার মো. কবির হোসেন (৪৩), জালাকান্দি এলাকার সাইফুল ইসলাম ওরফে সাঈদ (৪১) ও কাইমপুর এলাকার হৃদয় (৩৫), শরীয়তপুরের ড্যামুডা উপজেলার চর বয়রা এলাকার মো. সাইফুল ইসলাম (২৭) ও চর নারায়ণপুর এলাকার ফরহাদ শেখ (৩২) এবং ফরিদপুর সদরের পরমানন্দপুর গ্রামের আতিয়ার শেখ (৩৮)। 

এর মধ্যে কবির হোসেন, সাইফুল ইসলাম ওরফে সাঈদ ও হৃদয়ের নামে যথাক্রমে ৭, ৯ ও ৫টি করে ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান। 

গত ১৪ জুন রাতে জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের গোসাই ভবুকদিয়া গ্রামে মৃতুঞ্জয় কুমার বাবুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এতে তাদের চার লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে নেয় চক্রটি। এ ঘটনায় কোতোয়ালি থানায় বাবুলের স্ত্রী মাধুরী রানী সরকার বাদী হয়ে ডাকাতি মামলা দায়ের করেন। পরে কোতোয়ালি থানার পুলিশ গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় ডাকাতি হওয়া আংশিক মালামাল উদ্ধার করা হয়। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ডাকাতির সময় চক্রটির ১০ থেকে ১২ জন সদস্য অংশ নেন। চক্রটি ঢাকার যাত্রাবাড়ীতে একত্রিত হয়ে ডাকাতির পরিকল্পনা করে। এরপর সেখান থেকে স্থানীয় একজনের সঙ্গে যোগাযোগ রাখে। একইভাবে যাত্রাবাড়ী থেকে পিকআপ ভাড়া করে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে ঘটনার দিন রাতে ফরিদপুরে আসেন চক্রটির সদস্যরা। এর মধ্যে স্থানীয় দুজন সদস্যের সঙ্গে ঢাকা থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন কবির হোসেন। তিনি ফরিদপুরে আসা সদস্যদের তথ্য পাঠাতে থাকেন। পরে সকাল হওয়ার আগেই ডাকাতি করে চলে যান। 

তিনি বলেন, চক্রটির সদস্যরা বেশভূষায় শ্রমিকের ছদ্মবেশে থাকেন। দিনের বেলায় তাঁরা নিজেদের গোপন রাখার জন্য এই রূপ ধারণ করে থাকেন। রাত হলেই ডাকাতি করেন। চক্রটির সদস্যরা পেশাদার ডাকাত এবং খুবই চতুর ধরনের। 

গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে পাঠানো হবে এবং রিমান্ডের আবেদন করা হবে। এ ছাড়া বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত