Ajker Patrika

বিএনপির খোকনকে নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা করল ছাত্রদলের পদবঞ্চিতরা

নরসিংদী প্রতিনিধি
বিএনপির খোকনকে নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা করল ছাত্রদলের পদবঞ্চিতরা

নরসিংদীতে বিএনপির অস্থায়ী কার্যালয় ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ভাঙচুর ও প্রধান ফটকে তালা দিয়েছে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা–কর্মীরা। এ সময় খায়রুল কবির খোকনকে নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁরা। 

আজ শনিবার দুপুরে সদর উপজেলার চিনিশপুরের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

ছাত্রদলের পদবঞ্চিত নেতা–কর্মীরা জানান, আজ শনিবার জেলার সিনিয়র নেতাদের নিয়ে চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে মিটিং করার কথা ছিল যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের। এমন খবর পেয়ে তাঁরা কার্যালয়ের সামনে অবস্থান নেন। ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে তাঁরা বিক্ষোভ করেন। 

বিএনপি কার্যালয়ে খায়রুল কবির খোকন ও জেলা বিএনপি নেতাদের কেউ না এলে পদবঞ্চিত নেতা–কর্মীরা একপর্যায়ে হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে কার্যালয়ের জানালার গ্লাস ভাঙচুর করে ও কার্যালয়টির প্রধান ফটক তালাবদ্ধ করে রাখে। এ সময় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁরা স্লোগান দেয়। 

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, ‘আমি ঢাকা থেকে খবর পেয়েছি আমার চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে কিছু সন্ত্রাসী ও সরকারের দালাল ঢিল ছুড়েছে। এ সময় বাসভবন ও অফিসে কেউ ছিল না। হামলাকারী কারা খোঁজ করে ও দলীয়ভাবে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তাঁরা সন্ত্রাসী, তাঁরা আমাকে অবাঞ্ছিত করলেই কি আর না করলেই কি?’ 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। হামলা ভাঙচুরের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। 

পদবঞ্চিতদের অভিযোগ, ঘোষণা হওয়া ছাত্রদলের কমিটিতে বিভিন্ন মামলার আসামি ও অস্ত্র ব্যবসায়ীদের রাখা হয়েছে। এই কমিটি বাতিল করে ত্যাগীদের দিয়ে কমিটি করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত