ঢামেক প্রতিনিধি
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত কাজল (৩০) নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন বলে জানা গেছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা মো. ইব্রাহিম নামে এক যুবক জানান, গত রাতে দুটি ট্রেন ক্রসিংয়ের সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন কাজল। লোকজন দেখতে পেয়ে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গত রাত দেড়টার দিকে পথচারীরা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
সোমবার সকালের পর হাসপাতালে এসে কাজলের স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। স্ত্রী মমতা আক্তার জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালীতে। বর্তমানে মুগদার মানিকনগর বালুর মাঠ এলাকায় থাকতেন। তাঁদের মরিয়ম আক্তার (৫) নামে এক মেয়ে রয়েছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
স্ত্রী আরও জানান, তাঁর স্বামী পেশায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন। রোববার সন্ধ্যায় রিকশা নিয়ে বের হন। সোমবার দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে স্বামীর মরদেহ দেখতে পান।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী জানান, গত রাতে তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন কাজল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান।
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত কাজল (৩০) নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন বলে জানা গেছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা মো. ইব্রাহিম নামে এক যুবক জানান, গত রাতে দুটি ট্রেন ক্রসিংয়ের সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন কাজল। লোকজন দেখতে পেয়ে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গত রাত দেড়টার দিকে পথচারীরা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
সোমবার সকালের পর হাসপাতালে এসে কাজলের স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। স্ত্রী মমতা আক্তার জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালীতে। বর্তমানে মুগদার মানিকনগর বালুর মাঠ এলাকায় থাকতেন। তাঁদের মরিয়ম আক্তার (৫) নামে এক মেয়ে রয়েছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
স্ত্রী আরও জানান, তাঁর স্বামী পেশায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন। রোববার সন্ধ্যায় রিকশা নিয়ে বের হন। সোমবার দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে স্বামীর মরদেহ দেখতে পান।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী জানান, গত রাতে তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন কাজল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান।
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ ইউসুফ আলী মিয়া (৭৩) নামের এক হাজতি। পরে চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে।
৩ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারায় চোর সন্দেহে নিজাম উদ্দিন প্রকাশ আব্দুল মান্নান (৩২) নামের এক অটোচালককে মারধর করে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মনছুর (৩৫) ও মিনহাজ (২২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৯ মিনিট আগেটঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা মব তৈরি করে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার চেষ্টা করে। আমরা উদ্ধার অভিযান চালানো আপৎকালীন কর্মীদের নিরাপদে সরিয়ে নিই। এরপর সন্ধ্যা ৭টায় উদ্ধার কার্যক্রম আজকের মতো সমাপ্তি ঘোষণা করা হয়। আগামীকাল (মঙ্গল) যদি সে
১৭ মিনিট আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থান শুধু ঢাকার নয়, চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম দুর্গ। চট্টগ্রাম ছিল আমাদের অহংকার। এই জনপদ থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি হয়েছিল।’
১৮ মিনিট আগে