Ajker Patrika

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ০১
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত কাজল (৩০) নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন বলে জানা গেছে। 

গতকাল রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। 

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা মো. ইব্রাহিম নামে এক যুবক জানান, গত রাতে দুটি ট্রেন ক্রসিংয়ের সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন কাজল। লোকজন দেখতে পেয়ে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গত রাত দেড়টার দিকে পথচারীরা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। 

সোমবার সকালের পর হাসপাতালে এসে কাজলের স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। স্ত্রী মমতা আক্তার জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালীতে। বর্তমানে মুগদার মানিকনগর বালুর মাঠ এলাকায় থাকতেন। তাঁদের মরিয়ম আক্তার (৫) নামে এক মেয়ে রয়েছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। 

স্ত্রী আরও জানান, তাঁর স্বামী পেশায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন। রোববার সন্ধ্যায় রিকশা নিয়ে বের হন। সোমবার দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে স্বামীর মরদেহ দেখতে পান। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী জানান, গত রাতে তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন কাজল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত