জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি আদায়ে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি শুরু করেছেন। অবরোধের অংশ হিসেবে ভবনে তালা মেরেছেন বিক্ষুব্ধরা।
আজ সোমবার সকাল ৯টায় ‘নিপীড়নবিরোধী মঞ্চ’ ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা ভবনের সামনে ‘অবরোধ’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।
আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে আছে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত, নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার নিষ্পত্তি করা, নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের অপরাধ তদন্ত করা, মাদকের সিন্ডিকেট চিহ্নিত করাসহ র্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
এদিকে ভবন অবরুদ্ধ থাকায় প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীসহ সেবাগ্রহীতারা ভবনের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
অবরোধ কর্মসূচির সময় ইংরেজি বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ‘সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের কোনো বাস্তবায়ন বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারেনি। তারা পাঁচ কর্মদিবস সময় চেয়েছে। কিন্তু নির্ধারিত সময় গতকাল শেষ হলেও অছাত্রদেরকে বের তো দূরে থাক বরং প্রশাসন তাদেরকে নিয়ে ভাগ-বাঁটোয়ারার মিটিং করছে প্রতিনিয়ত। তাই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ অবরোধ করছি। আমাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি আদায়ে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি শুরু করেছেন। অবরোধের অংশ হিসেবে ভবনে তালা মেরেছেন বিক্ষুব্ধরা।
আজ সোমবার সকাল ৯টায় ‘নিপীড়নবিরোধী মঞ্চ’ ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা ভবনের সামনে ‘অবরোধ’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।
আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে আছে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত, নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার নিষ্পত্তি করা, নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের অপরাধ তদন্ত করা, মাদকের সিন্ডিকেট চিহ্নিত করাসহ র্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
এদিকে ভবন অবরুদ্ধ থাকায় প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীসহ সেবাগ্রহীতারা ভবনের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
অবরোধ কর্মসূচির সময় ইংরেজি বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ‘সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের কোনো বাস্তবায়ন বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারেনি। তারা পাঁচ কর্মদিবস সময় চেয়েছে। কিন্তু নির্ধারিত সময় গতকাল শেষ হলেও অছাত্রদেরকে বের তো দূরে থাক বরং প্রশাসন তাদেরকে নিয়ে ভাগ-বাঁটোয়ারার মিটিং করছে প্রতিনিয়ত। তাই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ অবরোধ করছি। আমাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে।’
নাটোরের লালপুরে পদ্মার শাখানদীতে স্পিডবোটে এসে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মার শাখানদীতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১০ মিনিট আগেঢাকায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে প্রিয়ার স্বামীর বাড়ি যায়। সেখানে তারা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায়। এ সময় বিমানবাহিনীর সদস্যরা নিহত ব্যক্তির কবরের পাশে গিয়ে গার্ড অব...
২০ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তরুণদের নেতৃত্ব ও তাদের ক্ষমতায় আনতে চাই। জুলাই গণ-অভ্যুত্থানে যে রকম দেশের মানুষদের হতাশ করেনি ছাত্র-জনতা, ঠিক তেমনি আগামী বাংলাদেশের মানুষদেরও হতাশ করবে না।’
২৭ মিনিট আগেকারণ দর্শানোর নোটিশপ্রাপ্তরা হলেন ইউনিটেক্স স্টিলের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ কায়সার, পরিচালক বেলাল আহমেদ (এস আলমের জামাতা), পরিচালক মাইমুনা খানম (এস আলমের মেয়ে), পরিচালক মো. মোহাইমিনুল ইসলাম চৌধুরী, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, ছেলে
৩২ মিনিট আগে