Ajker Patrika

রাজধানীতে মালামালের নিচে পড়ে প্রাণ গেল শ্রমিকের

ঢামেক প্রতিনিধি
রাজধানীতে মালামালের নিচে পড়ে প্রাণ গেল শ্রমিকের

রাজধানীর পুরানা পল্টনে একটি গোডাউনে ভারী মালামালের নিচে চাপা পড়ে আব্দুর রহিম (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরানা পল্টন সুরমা টাওয়ার গলি ‘গ্রাফিকস মেলা’ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

আব্দুর রহিমের বাড়ি টাঙ্গাইল নাগরপুর উপজেলায়। বাবার নাম সবুর উদ্দিন। নয়া পল্টন মসজিদে গলির একটি বাসায় থাকতেন তিনি। 

আব্দুর রহিমের সহকর্মী মো. মানিক জানান, তাঁরা দিনমজুর। বিকেলে পুরানা পল্টনের একটি গোডাউনে মালামাল নামানোর কাজ করছিলেন কয়েকজন। সেখানে প্রিন্টিং প্লেটগুলো এক জায়গায় সাজিয়ে রাখছিলেন। আর রহিম তাঁর পাশে বসে নতুন মালামাল রাখার জন্য জায়গা পরিষ্কার করছিলেন। হঠাৎ ভারী প্লেটগুলো কাত হয়ে তাঁর ওপর পড়ে। এতে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত