Ajker Patrika

বাজেটে পলিথিনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাবে বিএনসিএর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজেটে পলিথিনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাবে বিএনসিএর উদ্বেগ

সব ধরনের পলিথিন ব্যাগ, প্লাস্টিক ব্যাগ ও মোড়ক সামগ্রীর ওপর গত অর্থ বছরে যে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল, তা ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর পলিথিন ব্যাগের দাম কমবে এবং আইন অনুযায়ী নিষিদ্ধ এই উপাদানের ব্যবহার ও দেশে পরিবেশদূষণ আরও বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স (বিএনসিএ)। 

আজ মঙ্গলবার বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) প্রতিষ্ঠাতা ও বিএনসিএর আহ্বায়ক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩টি পরিবেশবাদী সংগঠনের জোট বিএনসিএ মনে করে, যেখানে সরকার ও সরকারি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ক্ষতিকর পলিথিন ব্যবহারের বিরুদ্ধে বলে আসছে, সেখানে পলিথিনের ওপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব স্ববিরোধী। 

বাংলাদেশে পরিবেশ দূষণের অবস্থা ভয়াবহ। পলিথিন একটি অপচনশীল পণ্য। এটি দেশের পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বাংলাদেশ ২০০২ সালে আইন করে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে। কিন্তু এবার প্রস্তাবিত বাজেটে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারকে আরও উৎসাহিত করা হচ্ছে বলে মনে করছে বিএনসিএ। 

বাংলাদেশ ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স সরকারের কাছে তিনটি দাবি পেশ করছে। দাবি গুলো হচ্ছে (১) পলিথিনের ওপর সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব পুনর্বিবেচনা করা, (২) পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক বন্ধে আইনের যথাযথ বাস্তবায়ন এবং পলিথিন ব্যবহার বন্ধ করতে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ, এবং (৩) পরিবেশের জন্য ক্ষতিকর সকল শিল্পকে শুল্কের আওতায় আনা ও পরিবেশবান্ধব শিল্পকে প্রণোদনা দানের মাধ্যমে উৎসাহিত করা। বিএনসিএ আশা প্রকাশ করে যে, রিভাইজড বাজেটে পলিথিনের ওপর শুল্ক প্রত্যাহারের প্রস্তাবটি পুনর্বিবেচনা করা হবে এবং দেশ ও পরিবেশের স্বার্থে এই জোটের দাবিগুলো মেনে নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত