Ajker Patrika

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া। গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শনে এসে এ ঘোষণা দেন তিনি। 

জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বহির্বিভাগে রোগীর আগমন ও ভর্তির সংখ্যা, করোনা টিকা প্রদানে উন্নত ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন সচিব। একই সঙ্গে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। শয্যা বৃদ্ধিকরণের ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি। 

এ ঘোষণার প্রেক্ষিতে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, এটি ঘাটাইলবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। আমিও ব্যক্তিগতভাবে অনেক খুশি। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বলেন, বর্তমানে কমপ্লেক্সটিতে ৫০টি শয্যা আছে। কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করা হলে উপজেলার সাধারণ মানুষ ভালো সেবা পাবেন। 

সচিবের সফরের সময় উপস্থিত ছিলেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ডা. শাহাদৎ হোসেন মাহমুদ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. বেলাল হোসেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন, ঘাটাইল উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত