Ajker Patrika

শ্রীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২২: ১৩
শ্রীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজিজ কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় এঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আ. হামিদ জানান, প্রথমে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আরও ছয়টি ইউনিটসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যা সোয়া ৭টার দিক হঠাৎ করে কারখানাটিতে আগুন ধরে। এসময় কারখানার ভেতর থাকা লোকজন চিৎকার করে বাইরে বের হওয়া শুরু করে। মুহুর্তের মধ্যে কারখানার ভেতরের একটি ভবনে আগুনের লেলিহান শিখা বেড়ে যায়। আগুনের ভয়াবহতায় আশপাশের বসতবাড়ির লোকজন আতংকিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় চলে আসে। 

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, সন্ধ্যা সাতটার দিকে অগ্নিকাণ্ডের খবর পান। তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের পরপরই কারখানার ভেতর রয়েছি। সার্বিকভাবে আগুন পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।

কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত