Ajker Patrika

কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ২০: ৪৫
কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বরাটিয়া এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ  সড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মো. নাঈম (২৫) ও মো.শরীফ (২২)। নাঈম উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের শহীদুল্লার ছেলে। তিনি সৌদিপ্রবাসী। কিছুদিন আগে ছুটিতে দেশে আসেন। অপর দিকে শরীফ উপজেলার পাইকলক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পৌরসদর বাজারে বাবার সঙ্গে ফলের ব্যবসা করতেন। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে উপজেলার বরাটিয়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নাঈম নামে একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীফের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত