Ajker Patrika

বঙ্গবন্ধুর নামে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করতে কাজ করব: প্রাণিসম্পদ মন্ত্রী

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৮: ৫৪
বঙ্গবন্ধুর নামে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করতে কাজ করব: প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যে দপ্তর দিয়েছেন, সেই মন্ত্রণালয়ের কাজের ফাঁকে ফাঁকে এলাকার উন্নয়ন করব। নির্বাচনের আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, বঙ্গবন্ধুর নামে ফরিদপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে কাজ করব।’ 

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মধুখালীকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত গড়ে তোলা হবে। ছাত্রলীগ, যুবলীগের উদ্দেশ্যে তিনি বলেন, সৎ পথে উপার্জন করতে হবে। খারাপ চিন্তা মাথায় আনা যাবে না। আপনাদের ভাগ্য, অবকাঠামোগত উন্নয়নের জন্য যেন কাজ করতে পারি, সে জন্য সকলে সহযোগিতা করবেন। 

মো. আব্দুর রহমান বলেন, মধুখালী বোয়ালমারী, আলফাডাঙ্গা উপজেলায় এমন কোনো রাস্তা, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির নেই যেখানে আমি সংসদ সদস্য থাকাকালীন উন্নয়ন হয়নি। বাকি যে উন্নয়ন আছে তা সম্পূর্ণরূপে করা হবে। বন্ধ রেললাইন চালু, চন্দনা-বাড়াশিয়া পুনঃখনন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক করা হয়েছে। মধুখালীর নওপাড়া মোড় থেকে বোয়ালমারী পর্যন্ত রাস্তাটি আঞ্চলিক সড়ক করা হবে। সেই সঙ্গে মধুখালী উপজেলাকে একটি দৃষ্টিনন্দন ও মডেল উপজেলা করা হবে। 

মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর সঞ্চালনায় নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল কুমার ব্যানার্জী। 

এ সময় উপস্থিত ছিলেন—পান্না গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী হাজি লোকমান হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আব্দুস সালাম মিয়া, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম. এম বাবুল আক্তার, অহিদুজ্জামান বাবলু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, আব্দুর রাজ্জাক রাজা, রেজাউল করিম তুহিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত