নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক সপ্তাহেও ঠিক হয়নি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র লিফট ৷ ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাটা দরজা এখনো পড়ে আছে।
গত ১৮ ফেব্রুয়ারি চলন্ত অবস্থায় হঠাৎ করে বিকল হয়ে পড়ে লিফটটি। এ সময় ভেতরে কয়েকজন আটকা পড়লে লিফটের দরজা কেটে তাদের উদ্ধার করা হয়। কিন্তু সাত দিন হয়ে গেলেও এখনো মেরামত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার ঠিক হওয়ার কথা থাকলেও এখনো আগের অবস্থাতেই রয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ার বিভিন্ন যন্ত্রাংশ খুলছেন, আবার লাগাচ্ছেন।
লিফট মেরামতের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লিফটের কেবিন ও ল্যান্ডিংটা ঠিক করার চেষ্টা চলছে। অর্ধেক কাজ শেষ হয়েছে। ভেতরের কেবিনটা যদি ঠিকমতো লাগানো যায় তাহলে হয়তো আজই চালু হবে। না হলে নতুন একটা লাগানো ছাড়া উপায় থাকবে না।
সিঁড়ি বেয়ে এক তলায় ওঠে বিরতি দিয়ে আবার উঠছেন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ভুগতে থাকা গোলাম রব্বানি (৪৮)। ডায়ালাইসিসের জন্য ছয় তলায় যাবেন তিনি। রব্বানীর স্ত্রী বলেন, ‘এভাবে রোগী নিয়ে কীভাবে উঠি। যেখানে আমার উঠতেই অবস্থা খারাপ। একটা লিফট ঠিক করতে এত দিন তো লাগার কথা না।’
এত দিনেও ঠিক না হওয়ায় কারণ জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীদের কষ্ট হচ্ছে জানি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইঞ্জিনিয়ারেরা কাজ করছেন। আশা করি আজকেই ঠিক হয়ে যাবে।’
হাসপাতালটিতে আরও চারটি লিফট যুক্ত করা করার কথা জানান তিনি। যা চালু হতে আরও মাসখানেক সময় লাগবে।
এক সপ্তাহেও ঠিক হয়নি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র লিফট ৷ ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাটা দরজা এখনো পড়ে আছে।
গত ১৮ ফেব্রুয়ারি চলন্ত অবস্থায় হঠাৎ করে বিকল হয়ে পড়ে লিফটটি। এ সময় ভেতরে কয়েকজন আটকা পড়লে লিফটের দরজা কেটে তাদের উদ্ধার করা হয়। কিন্তু সাত দিন হয়ে গেলেও এখনো মেরামত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার ঠিক হওয়ার কথা থাকলেও এখনো আগের অবস্থাতেই রয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ার বিভিন্ন যন্ত্রাংশ খুলছেন, আবার লাগাচ্ছেন।
লিফট মেরামতের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লিফটের কেবিন ও ল্যান্ডিংটা ঠিক করার চেষ্টা চলছে। অর্ধেক কাজ শেষ হয়েছে। ভেতরের কেবিনটা যদি ঠিকমতো লাগানো যায় তাহলে হয়তো আজই চালু হবে। না হলে নতুন একটা লাগানো ছাড়া উপায় থাকবে না।
সিঁড়ি বেয়ে এক তলায় ওঠে বিরতি দিয়ে আবার উঠছেন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ভুগতে থাকা গোলাম রব্বানি (৪৮)। ডায়ালাইসিসের জন্য ছয় তলায় যাবেন তিনি। রব্বানীর স্ত্রী বলেন, ‘এভাবে রোগী নিয়ে কীভাবে উঠি। যেখানে আমার উঠতেই অবস্থা খারাপ। একটা লিফট ঠিক করতে এত দিন তো লাগার কথা না।’
এত দিনেও ঠিক না হওয়ায় কারণ জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীদের কষ্ট হচ্ছে জানি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইঞ্জিনিয়ারেরা কাজ করছেন। আশা করি আজকেই ঠিক হয়ে যাবে।’
হাসপাতালটিতে আরও চারটি লিফট যুক্ত করা করার কথা জানান তিনি। যা চালু হতে আরও মাসখানেক সময় লাগবে।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১২ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১৯ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
২২ মিনিট আগে