নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক সপ্তাহেও ঠিক হয়নি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র লিফট ৷ ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাটা দরজা এখনো পড়ে আছে।
গত ১৮ ফেব্রুয়ারি চলন্ত অবস্থায় হঠাৎ করে বিকল হয়ে পড়ে লিফটটি। এ সময় ভেতরে কয়েকজন আটকা পড়লে লিফটের দরজা কেটে তাদের উদ্ধার করা হয়। কিন্তু সাত দিন হয়ে গেলেও এখনো মেরামত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার ঠিক হওয়ার কথা থাকলেও এখনো আগের অবস্থাতেই রয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ার বিভিন্ন যন্ত্রাংশ খুলছেন, আবার লাগাচ্ছেন।
লিফট মেরামতের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লিফটের কেবিন ও ল্যান্ডিংটা ঠিক করার চেষ্টা চলছে। অর্ধেক কাজ শেষ হয়েছে। ভেতরের কেবিনটা যদি ঠিকমতো লাগানো যায় তাহলে হয়তো আজই চালু হবে। না হলে নতুন একটা লাগানো ছাড়া উপায় থাকবে না।
সিঁড়ি বেয়ে এক তলায় ওঠে বিরতি দিয়ে আবার উঠছেন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ভুগতে থাকা গোলাম রব্বানি (৪৮)। ডায়ালাইসিসের জন্য ছয় তলায় যাবেন তিনি। রব্বানীর স্ত্রী বলেন, ‘এভাবে রোগী নিয়ে কীভাবে উঠি। যেখানে আমার উঠতেই অবস্থা খারাপ। একটা লিফট ঠিক করতে এত দিন তো লাগার কথা না।’
এত দিনেও ঠিক না হওয়ায় কারণ জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীদের কষ্ট হচ্ছে জানি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইঞ্জিনিয়ারেরা কাজ করছেন। আশা করি আজকেই ঠিক হয়ে যাবে।’
হাসপাতালটিতে আরও চারটি লিফট যুক্ত করা করার কথা জানান তিনি। যা চালু হতে আরও মাসখানেক সময় লাগবে।
এক সপ্তাহেও ঠিক হয়নি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র লিফট ৷ ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাটা দরজা এখনো পড়ে আছে।
গত ১৮ ফেব্রুয়ারি চলন্ত অবস্থায় হঠাৎ করে বিকল হয়ে পড়ে লিফটটি। এ সময় ভেতরে কয়েকজন আটকা পড়লে লিফটের দরজা কেটে তাদের উদ্ধার করা হয়। কিন্তু সাত দিন হয়ে গেলেও এখনো মেরামত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার ঠিক হওয়ার কথা থাকলেও এখনো আগের অবস্থাতেই রয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ার বিভিন্ন যন্ত্রাংশ খুলছেন, আবার লাগাচ্ছেন।
লিফট মেরামতের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লিফটের কেবিন ও ল্যান্ডিংটা ঠিক করার চেষ্টা চলছে। অর্ধেক কাজ শেষ হয়েছে। ভেতরের কেবিনটা যদি ঠিকমতো লাগানো যায় তাহলে হয়তো আজই চালু হবে। না হলে নতুন একটা লাগানো ছাড়া উপায় থাকবে না।
সিঁড়ি বেয়ে এক তলায় ওঠে বিরতি দিয়ে আবার উঠছেন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ভুগতে থাকা গোলাম রব্বানি (৪৮)। ডায়ালাইসিসের জন্য ছয় তলায় যাবেন তিনি। রব্বানীর স্ত্রী বলেন, ‘এভাবে রোগী নিয়ে কীভাবে উঠি। যেখানে আমার উঠতেই অবস্থা খারাপ। একটা লিফট ঠিক করতে এত দিন তো লাগার কথা না।’
এত দিনেও ঠিক না হওয়ায় কারণ জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীদের কষ্ট হচ্ছে জানি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইঞ্জিনিয়ারেরা কাজ করছেন। আশা করি আজকেই ঠিক হয়ে যাবে।’
হাসপাতালটিতে আরও চারটি লিফট যুক্ত করা করার কথা জানান তিনি। যা চালু হতে আরও মাসখানেক সময় লাগবে।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
১৯ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
২৫ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৩৫ মিনিট আগে