Ajker Patrika

মালয়েশিয়া থেকে লাশ হয়ে দেশে ফিরলেন মাদারীপুরের শাহ আলম

মাদারীপুর প্রতিনিধি
মো. শাহ আলম খন্দকার। ছবি: সংগৃহীত
মো. শাহ আলম খন্দকার। ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে লাশ হয়ে দেশে ফিরলেন মাদারীপুরের বাসিন্দা মো. শাহ আলম খন্দকার (৪২)। আজ শনিবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গতকাল শুক্রবার রাতে মালয়েশিয়া থেকে মাদারীপুরের ডাসারের নিজ বাড়িতে লাশ এসে পৌঁছায়। ১ এপ্রিল স্ট্রোকে মারা যান তিনি।

শাহ আলম খন্দকার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের মো. মোয়াজ্জেম খন্দকারের ছেলে।

শাহ আলমের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের শাহ আলম খন্দকার প্রায় ১৬ বছর আগে মালয়েশিয়া যান। সেখানে কাজ করে বাড়ির সবাইকে ভালোই রেখেছিলেন। ১ এপ্রিল রাতে স্ট্রোক করলে শাহ আলমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েন। শাহ আলমের স্ত্রী মনি বেগম কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘মালয়েশিয়ায় গিয়ে উপার্জন করে পরিবারের জন্য ভালো কিছু করার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। এখন আমি আমার একমাত্র সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছি।’

শাহ আলমের বড় ভাই মো. শাহাদাৎ হোসেন খন্দকার বলেন, ‘আমার ছোট ভাই শাহ আলম খন্দকার ২০০৯ সালে মালয়েশিয়ায় যায়। কিন্তু ১ এপ্রিল রাতে স্ট্রোকে মারা যায় সে।’

এ বিষয়ে জানতে চাইলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন আজকের পত্রিকাকে বলেন, মালয়েশিয়া থেকে মৃত ব্যক্তির লাশ দেশে এসেছে। পরিবারের কাছে হস্তান্তরের পর লাশ দাফন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত