Ajker Patrika

আদাবরে ২ শিশুকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ দুলাভাইয়ের দিকে

ঢামেক প্রতিনিধি
আদাবরে ২ শিশুকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ দুলাভাইয়ের দিকে

রাজধানীর আদাবরের একটি বাসায় আগুনে দুই শিশু দগ্ধ হয়েছে। তাদের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গুরুতর অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদাবরের সুনিবিড় হাউজিংয়ের গরুর ফার্ম গলির ২১৫ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া পাশের দোকানদার মো. আরিফ হোসেন জানান, দুপুরে হাউজিংয়ের দোতলা বাড়িটির নিচতলার রুম থেকে ধোয়া বের হতে দেখেন তিনি। পরে শিশুদের চিৎকার শুনতে পান। তখন রুমের বাইরের ছিটকিনি খুলে ভেতরে ঢুকে তাদের শরীরে আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে তাদের বের করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। 

চিকিৎসাধীন এক শিশু জানায়, আজ সকালেই ভগ্নীপতি আলাউদ্দিন তাদের দুজনকে ওই বাসাটিতে নিয়ে যায়। ওই বাসায় থাকতেন তাদের ভগ্নীপতি আলাউদ্দিন ও বোন মৌ। ঘটনার সময় মৌ বাসায় ছিল না। রুমের ভেতর তাদের আটকে প্রথমে তার বোনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় আলাউদ্দিন। পরে তার শরীরেও আগুন দিয়ে দরজা বাইরে থেকে আটকে সে চলে যায়। 

বাড়িটির মালিক আ. মালেক জানান, বাড়িটির নিচ তলার বাসাটিতে আলাউদ্দিন ও তার স্ত্রী মৌ থাকেন। শিশুদের কখন ওই বাসায় নিয়ে গেছেন তা তিনি দেখেননি। ঘটনার পর আলাউদ্দিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন আজকের পত্রিকাকে জানান, ওই দুই শিশুর একজনের শরীরের ৯৮ শতাংশ ও অপরজনের দুই হাতে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তবে এদের মধ্যে একজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

এদিকে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহেদুজ্জামান বলেন, ‘সুনিবিড় হাউজিং এলাকায় দুই শিশুর দগ্ধের ঘটনা পুলিশ জানতে পেরেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’ 

ওসি বলেন, ‘শিশু দুটির দুলাভাই আগুন দিয়েছে বলে আমরা শুনেছি। তবে ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি।’ 

শিশুদের বাবা বাবলু তালুকদার গ্রামে থাকেন। আর মা আকলিমা শেখেরটেক এলাকায় থাকেন। তবে কোন এলাকাতে থাকেন। এবং বাসা বাড়িতে কাজ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত