নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আলভী হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান (২০), মো. হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩) ও কাউসার (২১)।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এসব তথ্য জানান।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি লেকের বাগানবাড়ি এলাকায় একটি রেস্তোরাঁয় চেয়ারে বসা নিয়ে নিহত আলভী ও তাঁর বন্ধুদের সঙ্গে আসামি হাসানসহ কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁরা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।
ডিসি মাসুদ আলম জানান, নিহত সামিউর রহমান খান আলভী হাজারীবাগ থানার মনেশ্বর রোডে পরিবারের সঙ্গে থাকতেন এবং ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত শুক্রবার আলভী ও তাঁর তিন বন্ধু আশরাফুল ইসলাম, জাকারিয়া ও ইসমাইল হোসেন ধানমন্ডি লেকপাড়ের একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাঁদের কৌশলে হাজারীবাগ থানার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা আলভী ও তাঁর বন্ধুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।
আলভীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলভীর তিন বন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আলভীর বাবা মশিউর রহমান খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।
ডিসি আরও জানান, আসামিরা আলভীকে পূর্বশত্রুতার জেরে হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আলভী হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান (২০), মো. হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩) ও কাউসার (২১)।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এসব তথ্য জানান।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি লেকের বাগানবাড়ি এলাকায় একটি রেস্তোরাঁয় চেয়ারে বসা নিয়ে নিহত আলভী ও তাঁর বন্ধুদের সঙ্গে আসামি হাসানসহ কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁরা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।
ডিসি মাসুদ আলম জানান, নিহত সামিউর রহমান খান আলভী হাজারীবাগ থানার মনেশ্বর রোডে পরিবারের সঙ্গে থাকতেন এবং ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত শুক্রবার আলভী ও তাঁর তিন বন্ধু আশরাফুল ইসলাম, জাকারিয়া ও ইসমাইল হোসেন ধানমন্ডি লেকপাড়ের একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাঁদের কৌশলে হাজারীবাগ থানার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা আলভী ও তাঁর বন্ধুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।
আলভীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলভীর তিন বন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আলভীর বাবা মশিউর রহমান খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।
ডিসি আরও জানান, আসামিরা আলভীকে পূর্বশত্রুতার জেরে হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আব্দুল্লাহ শামীমকে (১৩) শরীয়তপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালী চরভয়রা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
১৩ মিনিট আগেঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের লাশ তাঁর রাজশাহীর বাসায় পৌঁছেছে। আজ মঙ্গলবার বেলা ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর হেলিকপ্টারে তাঁর লাশ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৩টা ২০ মিনিটে ক্যান্টনমেন্টের পাশেই নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরে একটি
১৭ মিনিট আগেসংশ্লিষ্ট আদালতের দপ্তর সূত্রে জানা গেছে, তিনটি মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও অন্য তিনটি মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে গুরুতর দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া (১৫) মৃত্যুর সঙ্গে লড়ছে। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে অচেতন হয়ে পড়ে আছে সে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অসহায় বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বারবার ছেলের নাম ধরে
৩০ মিনিট আগে