কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নিপীড়িত রোহিঙ্গাদের কথা শুনতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম এ এ খান কিউসি ঢাকায় এসেছেন। ঢাকায় এসেই তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।
আইসিসি এর এক টুইটে জানানো হয়েছে, বাংলাদেশে এসেই পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দের কথা জানান করিম এ এ খান। দীর্ঘ এক সপ্তাহের এ সফরে বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষ, আক্রান্ত ও টিকে থাকা জনগোষ্ঠীর সঙ্গে ন্যায় বিচারের স্বার্থে আলোচনা করব।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২৩ ফেব্রুয়ারি ঢাকা এসেছেন কারিম এ এ খান কিউসি। প্রায় সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর করবেন। নেদারল্যান্ডসের হেগে যখন শুনানি শুরু হচ্ছে আবার তখন কারিম খানের সফর বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশ সফরে করিম এ এ খানের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও ভাসানচর যাওয়ার কথা রয়েছে। সেখানে কথা বলবেন নিপীড়িত মানুষের সঙ্গে। রোহিঙ্গা সংকটের পর এর আগেও তিনি বাংলাদেশ সফর করেছেন।
২০১৮ সালের সেপ্টেম্বরে আইসিসি রোহিঙ্গাদের মিয়ানমার থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করার আয়োজন শুরু করে। সে সময়ে নেদারল্যান্ডস এর দা হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রি ট্রায়াল চেম্বার কৌঁসুলিদের তদন্তের নির্দেশ দেন। এ সময়ে তিন সদস্য বিশিষ্ট প্রি ট্রায়াল চেম্বারের তিনজন বিচারকের মধ্যে দুজন একমত পোষণ করলেও একজন ভিন্নমত দেখিয়েছেন।
এরপর রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি-না, তা তদন্তের উদ্যোগ নেয় আইসিসি। তবে ২০১৯ সালের নভেম্বরে এক বিবৃতিতে আইসিসি এর এ উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। আর একে অবৈধ বলে উল্লেখ করে দেশটি।
মিয়ানমার বলেছে, মিয়ানমার এখনো আইসিসি সনদে সই করেনি। তাই দেশটি এই ট্রাইব্যুনালের সদস্যও নয় ৷ কিন্তু আইসিসি বলছে, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশ সংস্থাটির সদস্য হওয়ায় এই তদন্তের এখতিয়ার তাদের রয়েছে ৷ তবে মিয়ানমার তার নিজস্ব কমিটি দিয়েই প্রয়োজনে যে কোন নির্যাতনের তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করবে বলে সে সময়ে জানায়।
তবে ২০২১ সালের আগস্টে সেই সুর পাল্টিয়েছে মিয়ানমার। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকার নামে পরিচিত ‘বিকল্প সরকার’দেশটিতে আন্তর্জাতিক অপরাধের বিচারের প্রশ্নে আইসিসি’র এখতিয়ার মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রেজিস্ট্রারের কাছে এক আবেদনে জানিয়েছিলেন, রোম সনদ অনুযায়ী মিয়ানমারে ২০০২ সালের পয়লা জুলাই থেকে যে সব আন্তর্জাতিক অপরাধ হয়েছে সে বিষয়ে আদালতের এখতিয়ার মেনে নেবে।
নিপীড়িত রোহিঙ্গাদের কথা শুনতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম এ এ খান কিউসি ঢাকায় এসেছেন। ঢাকায় এসেই তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।
আইসিসি এর এক টুইটে জানানো হয়েছে, বাংলাদেশে এসেই পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দের কথা জানান করিম এ এ খান। দীর্ঘ এক সপ্তাহের এ সফরে বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষ, আক্রান্ত ও টিকে থাকা জনগোষ্ঠীর সঙ্গে ন্যায় বিচারের স্বার্থে আলোচনা করব।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২৩ ফেব্রুয়ারি ঢাকা এসেছেন কারিম এ এ খান কিউসি। প্রায় সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর করবেন। নেদারল্যান্ডসের হেগে যখন শুনানি শুরু হচ্ছে আবার তখন কারিম খানের সফর বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশ সফরে করিম এ এ খানের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও ভাসানচর যাওয়ার কথা রয়েছে। সেখানে কথা বলবেন নিপীড়িত মানুষের সঙ্গে। রোহিঙ্গা সংকটের পর এর আগেও তিনি বাংলাদেশ সফর করেছেন।
২০১৮ সালের সেপ্টেম্বরে আইসিসি রোহিঙ্গাদের মিয়ানমার থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করার আয়োজন শুরু করে। সে সময়ে নেদারল্যান্ডস এর দা হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রি ট্রায়াল চেম্বার কৌঁসুলিদের তদন্তের নির্দেশ দেন। এ সময়ে তিন সদস্য বিশিষ্ট প্রি ট্রায়াল চেম্বারের তিনজন বিচারকের মধ্যে দুজন একমত পোষণ করলেও একজন ভিন্নমত দেখিয়েছেন।
এরপর রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি-না, তা তদন্তের উদ্যোগ নেয় আইসিসি। তবে ২০১৯ সালের নভেম্বরে এক বিবৃতিতে আইসিসি এর এ উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। আর একে অবৈধ বলে উল্লেখ করে দেশটি।
মিয়ানমার বলেছে, মিয়ানমার এখনো আইসিসি সনদে সই করেনি। তাই দেশটি এই ট্রাইব্যুনালের সদস্যও নয় ৷ কিন্তু আইসিসি বলছে, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশ সংস্থাটির সদস্য হওয়ায় এই তদন্তের এখতিয়ার তাদের রয়েছে ৷ তবে মিয়ানমার তার নিজস্ব কমিটি দিয়েই প্রয়োজনে যে কোন নির্যাতনের তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করবে বলে সে সময়ে জানায়।
তবে ২০২১ সালের আগস্টে সেই সুর পাল্টিয়েছে মিয়ানমার। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকার নামে পরিচিত ‘বিকল্প সরকার’দেশটিতে আন্তর্জাতিক অপরাধের বিচারের প্রশ্নে আইসিসি’র এখতিয়ার মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রেজিস্ট্রারের কাছে এক আবেদনে জানিয়েছিলেন, রোম সনদ অনুযায়ী মিয়ানমারে ২০০২ সালের পয়লা জুলাই থেকে যে সব আন্তর্জাতিক অপরাধ হয়েছে সে বিষয়ে আদালতের এখতিয়ার মেনে নেবে।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৩ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে