Ajker Patrika

কালীগঞ্জের সেই মরদেহের বাকি অংশ ও পরিচয় মিলেছে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৭: ০২
কালীগঞ্জের সেই মরদেহের বাকি অংশ ও পরিচয় মিলেছে

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত সেই যুবকের মরদেহের বাকি অংশগুলোও উদ্ধার করেছে কালীগঞ্জ থানার উলুখোলা ফাঁড়ি পুলিশ। এ ছাড়া পাশাপাশি মিলেছে যুবকের পরিচয়ও। 

নিহত যুবকের নাম সবুজ বার্নাড ঘোষাল (৩২)। তিনি নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের অমূল্য বার্নাড ঘোষালের ছেলে। পানজোড়া এলাকার পূর্বাচল অ্যাপারেল লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কোয়ালিটি চেকার (কিউসি) হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

এর আগে শনিবার উপজেলার নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মানিক মিয়ার ভাড়া বাড়ির সামনে কোমর থেকে ঊরু এবং দুটি বিচ্ছিন্ন হাতসহ মরদেহের তিনটি অংশ উদ্ধার করে পুলিশ। 

মরদেহের বাকি অংশ উদ্ধার ও পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন। 

নিহত যুবক সবুজ বার্নাড ঘোষাল (৩২)। ছবি: সংগৃহীতনিহত ব্যক্তির বাবা জানান, পোশাক কারখানায় কর্মরত থাকা অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টা ৬ মিনিটে সবুজ বার্নার্ড পূর্বাচল অ্যাপারেল লিমিটেড পোশাক কারখানা থেকে বের হন। এরপর আর কারখানায় বা বাড়িতে ফেরেননি। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

স্থানীয় লোকজন জানান, গতকাল শনিবার সকালে তাঁরা ওই কারখানাসংলগ্ন সাবেক ইউপি সদস্য মানিক মেম্বারের ভাড়া বাড়ির সামনে একটি ডোবায় অজ্ঞাত দেহ পানিতে ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের কোমরের নিচের অংশ, দুই হাত উদ্ধার করে। পরে দিনব্যাপী ওই এলাকার চারদিকে সন্ধান করে একে একে আরও চার টুকরো উদ্ধার করে পুলিশ। এর মধ্যে মাথা, কোমর ও এক পায়ের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মরদেহের ৭টি টুকরো উদ্ধার করা হয়েছে। তবে এখনো এক পায়ের সন্ধান মেলেনি।

পুকুর থেকে উদ্ধার করা মৃত যুবকের শরীরের কিছু অংশ। এ সময় ভিড় করেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকাওই এলাকায় অপরিচিত কিছু লোক আশপাশে ভাড়া বাসা নিয়ে বসবাস করে। তবে এদের মধ্যে কোনো সিরিয়াল কিলার থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। তাঁদের ধারণা, যেভাবে সবুজকে টুকরা করা হয়েছে এটা উন্মুক্ত স্থানে নয়, বরং কোনো রুমের মধ্যে করা হতে পারে। কারণ, এমন কাজ খোলা জায়গায় অসম্ভব। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন জানান, খণ্ডিত মরদেহের একাধিক টুকরো উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত