Ajker Patrika

শিবচরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু, আহত ১ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু, আহত ১ 

মাদারীপুর জেলার শিবচরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মিরজন খালাসী (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আসমত আলী বেপারী (৪৫) নামের অপর এক ব্যক্তি। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকালে আরও দুজনকে ডাকাত সন্দেহে পিটিয়ে পুলিশে দেয় গ্রামবাসী। শিবচর থানার উপপরিদর্শক গুলজার আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মিরজন খালাসী উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সুম্ভুক এলাকার মৃত আবু আলী খালাসীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার মধ্যরাতে বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকায় আব্দুল হালিমের বাড়িতে ৫ জনের একটি দল ডাকাতির চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার-চেঁচামেচি করলে ওই বাড়ি থেকে পালিয়ে যায় তারা। পরে পাশের এলাকা ছলোনামায় দেলোয়ার হাওলাদারের বাড়িতে গিয়ে তুষার নামের এক ভাড়াটিয়াকে ডেকে তুলে। তিনি না বুঝেই দরজা খুললে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে। পরে পাশের ঘরের লোকজনকে ডেকে তুলে ডাকাতেরা। দেলোয়ার হাওলাদার বের হলে তাঁকে রড দিয়ে বাড়ি দিয়ে মালামাল লুট করে।

এলাকাবাসী আরও জানায়, এদিকে এলাকায় ডাকাত পরেছে এমন খবরে লোকজন বের হয়ে আসে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দেয় তাঁরা। এ সময় মিরজন ও আসমত আলী বেপারীকে ধরে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে শিবচর থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক গোলজার হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহতাবস্থায় ২ জনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরজন খালাসীকে মৃত ঘোষণা করেন। এদিকে সকালে সন্দেহজনকভাবে চলাফেরা করায় সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামাল (৬৫) নামে দুই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

দেলোয়ার হাওলাদারের স্ত্রী লতা বেগম বলেন, ‘পাশের ঘরের ভাড়াটিয়াকে জিম্মি করে আমাদের ঘরের দরজা খোলায় ডাকাত দল। দরজা খুললে আমার স্বামীকে রড দিয়ে বাড়ি দেয়। তারা স্বর্ণালংকার, মোবাইল ফোন, টাকা নিয়ে পালিয়ে যায়।’

ভাড়াটিয়া তুষার বলেন, ‘আমাকে কাকা বলে ডাক দিয়ে দরজা খুলতে বলে। আমি ভেবেছিলাম পরিচিত কেউ কোনো কাজের জন্য এসেছে। দরজা খুলতেই জিম্মি করে পাশের ঘরের লোকজনদের ডেকে তুলতে বলে। ৫ জনের দল ছিল ওরা। সঙ্গে ধারালো অস্ত্র ছিল।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাইনুল ইসলাম বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে দুজনকে হাসপাতালে আনে পুলিশ। তাদের মধ্যে একজন আগেই মারা গেছে।’

শিবচর থানার উপপরিদর্শক গুলজার আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনি। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপরজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় আরও দুজনকে আটক করা হয়েছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত