Ajker Patrika

৫০ হাজার পিস ইয়াবার মামলায় ২ আসামির ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৫০ হাজার পিস ইয়াবার মামলায় ২ আসামির ১৫ বছরের কারাদণ্ড

৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় ২ আসামিকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসিফ ইকবাল এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির হলেন কক্সবাজারের টেকনাফ থানার হোসেন আহমদের ছেলে গাড়ি চালক সাদেক হোসেন ও একই এলাকার সিরাজুল হকের ছেলে আব্দুল মান্নান ওরফে মনু। 

দণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

এদিন রায় ঘোষণার আগে মান্নানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। সাদেক পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মাদ আলমগীর রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জানুয়ারি রাত পৌনে ১০ টার দিকে খিলক্ষেত থানাধীন কুড়াতলী ৩০০ ফিট রাস্তায় একটি ট্রাকে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ট্রাক থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।

এ ঘটনায় ওইদিনই সিটিটিসির ফেইক কারেন্সি নোট টিমের উপ-পরিদর্শক এছকেন্দার আলী খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। এক মাস পর ২৫ ফেব্রুয়ারি একই সংস্থার উপপরিদর্শক নৃপেন কুমার ভৌমিক দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৭ জন সাক্ষীর মধ্যে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত