Ajker Patrika

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর পাইপের গুদামে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ১০
নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর পাইপের গুদামে আগুন

নারায়ণগঞ্জের বরফকল এলাকায় বিআইডব্লিউটিএর ড্রেজিং পাইপের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত সাতটি ইউনিট। 

আজ শনিবার বেলা ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহম্মেদ জানিয়েছেন।

গুদামে থাকা বিপুলসংখ্যক পাইপ আগুনে পুড়ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেলা ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা ফখর উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গোডাউনে স্টক করে রাখা ড্রেজিং পাইপে আগুন লেগেছে। মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনোও জানা যায়নি।’ 

তিনি আরও বলেন, ‘২০১৮ সালের ২৩ নভেম্বর এখানে পাইপের গোডাউনে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পাঁচ বছর পর আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত