Ajker Patrika

বন সম্পদ ধ্বংসের কারণে ইকোসিস্টেম হুমকির মুখে: রেলপথ মন্ত্রী 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৭: ০৫
বন সম্পদ ধ্বংসের কারণে ইকোসিস্টেম হুমকির মুখে: রেলপথ মন্ত্রী 

মানুষের লোভে মাত্রাতিরিক্ত বনসম্পদ ধ্বংসের কারণে ইকোসিস্টেম হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৩তম জাতীয় সম্মেলন ও এজিএম ২০২২ উপলক্ষে আয়োজিত ‘বায়োডাইভারসিটি কনভারসেশন: বাংলাদেশ পার্সপেক্টিভ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী। 

মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও মানুষদের পরিবেশ ধ্বংসের কারণে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও ইকোসিস্টেমস আজ হুমকির সম্মুখীন। বন্যপ্রাণী আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, কিনা লোভী মানুষ বন্যা প্রাণীদের আবাসস্থল ধ্বংস করছে, বন ও পাহাড়ের মাঝখানে ঘর, রাস্তা তৈরি করছে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘অপরিকল্পিতভাবে বন ধ্বংস না করে বন্য প্রাণীদের উপযোগী বনায়ন তৈরি করা আমাদের কর্তব্য। একসময় বন্য প্রাণীদের হত্যা করা হতো, হরিণের চামড়া, বাঘের চামড়ার চড়া দামের দিকে খেয়াল রেখে কিছু অসাধু মানুষ বন্যপ্রাণী শিকার করে ইকোসিস্টেমকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’ এ সময় বন বিভাগের পাশাপাশি সাধারণ মানুষকেও এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে করোনার মতো মরণব্যাধি রোগ আমাদের কম আঘাত করতে পেরেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, করোনা মহামারির সময়ে আমরা ৮ জন প্রাণিবিজ্ঞানী হারিয়েছি। আমাদের প্রাণিবিজ্ঞানীরা ও প্রাণিবিজ্ঞান সমিতি গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে যে দিকনির্দেশনা আমাদের দেবে তা সকলকে মেনে চলার পাশাপাশি জনসচেতনতা তৈরি করার আহ্বান জানান মন্ত্রী। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রধান তত্ত্বাবধায়ক মো. আমির হোসাইন চৌধুরী, এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড. এফ এইস আনসারী, গভীর সামুদ্রিক মাছ র‍্যাংস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইনাম চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত