নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু রাজনীতিতে নারীর সরাসরি অংশগ্রহণ এখনো খুবই কম। স্থানীয় সরকার পর্যায়ে নারীর কাজের ক্ষেত্রে বাধা আছে। সাম্প্রতিক সময়ে কোভিড পরিস্থিতি স্তিমিত হলেও কোভিডের অভিঘাত নারীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রের অর্জনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিন্তু এই প্রতিক্রিয়া মোকাবিলায় এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সুনির্দিষ্ট বরাদ্দ এবারের প্রস্তাবিত বাজেটে নেই। নারীকে মূলধারায় এগিয়ে আনতে বিশেষ উদ্যোগও প্রস্তাবিত বাজেটে রাখা হয়নি।
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘বাজেট ২০২২-২৩: জেন্ডার সংবেদনশীলতা পর্যালোচনা’—শীর্ষক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শরমিন্দ নিলোর্মী। তিনি বলেন, ‘এবারের বাজেটের ইতিবাচক দিক হলো রাজস্ব খাতে প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে, প্রবাসীর আয়ের হার বৃদ্ধি পেয়েছে এবং ব্যক্তি খাতে ঋণপ্রবাহ বেড়েছে। তবে এর সঙ্গে অন্যান্য সূচক বাড়ছে কি না, তা দেখতে হবে। মুদ্রাস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ। শিক্ষায় ঝরে পড়া কমাতে এবারের জেন্ডার বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নেই, পরিকল্পনা নেই।’ সামাজিক নিরাপত্তা, জননিরাপত্তা ক্ষেত্রসহ কয়েকটি ক্ষেত্রে বরাদ্দ কমেছে বলেও জানান তিনি।
সভার প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘নারীর অধিকার অর্জনে আন্দোলন চালিয়ে যেতে হবে। উন্নয়ন কার হচ্ছে এবং উন্নয়নে কোনো লিকেজ আছে কি না, তা দেখতে হবে। বাজেট বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে।’ এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তারা বাজেটে নারী ও কন্যাশিশুর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আইনের প্রভিশন ও বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বরাদ্দের দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. এম. এম আকাশ বলেন, ‘প্রতিটি মন্ত্রণালয়ের প্রকল্প আছে। নারীদের জন্য বরাদ্দ কতটা তা বের করার কিছু উপায় আছে। উদাহরণস্বরূপ, নারীর জন্য তৈরি করা অবকাঠামো যেমন হাসপাতাল, স্কুল থেকে তারা কতজন সার্ভিস পাচ্ছে তা মনিটরিং করা এবং তার জন্য বরাদ্দ কত দেখতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু। তাঁরা জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে জেন্ডার গ্যাপ ইনডেক্স অনুসারে বাংলাদেশ একটি ভালো অবস্থানে আছে। কিন্তু এই অবস্থান কত দিন থাকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তাঁরা। বাজেটে শুধু কাগজকলমে নারী উন্নয়নে বরাদ্দ না দেখিয়ে বরাদ্দ করা অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, তা মনিটরিংয়ের দাবি জানান নারী অধিকার কর্মীরা।
দেশে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু রাজনীতিতে নারীর সরাসরি অংশগ্রহণ এখনো খুবই কম। স্থানীয় সরকার পর্যায়ে নারীর কাজের ক্ষেত্রে বাধা আছে। সাম্প্রতিক সময়ে কোভিড পরিস্থিতি স্তিমিত হলেও কোভিডের অভিঘাত নারীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রের অর্জনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিন্তু এই প্রতিক্রিয়া মোকাবিলায় এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সুনির্দিষ্ট বরাদ্দ এবারের প্রস্তাবিত বাজেটে নেই। নারীকে মূলধারায় এগিয়ে আনতে বিশেষ উদ্যোগও প্রস্তাবিত বাজেটে রাখা হয়নি।
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘বাজেট ২০২২-২৩: জেন্ডার সংবেদনশীলতা পর্যালোচনা’—শীর্ষক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শরমিন্দ নিলোর্মী। তিনি বলেন, ‘এবারের বাজেটের ইতিবাচক দিক হলো রাজস্ব খাতে প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে, প্রবাসীর আয়ের হার বৃদ্ধি পেয়েছে এবং ব্যক্তি খাতে ঋণপ্রবাহ বেড়েছে। তবে এর সঙ্গে অন্যান্য সূচক বাড়ছে কি না, তা দেখতে হবে। মুদ্রাস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ। শিক্ষায় ঝরে পড়া কমাতে এবারের জেন্ডার বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নেই, পরিকল্পনা নেই।’ সামাজিক নিরাপত্তা, জননিরাপত্তা ক্ষেত্রসহ কয়েকটি ক্ষেত্রে বরাদ্দ কমেছে বলেও জানান তিনি।
সভার প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘নারীর অধিকার অর্জনে আন্দোলন চালিয়ে যেতে হবে। উন্নয়ন কার হচ্ছে এবং উন্নয়নে কোনো লিকেজ আছে কি না, তা দেখতে হবে। বাজেট বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে।’ এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তারা বাজেটে নারী ও কন্যাশিশুর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আইনের প্রভিশন ও বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বরাদ্দের দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. এম. এম আকাশ বলেন, ‘প্রতিটি মন্ত্রণালয়ের প্রকল্প আছে। নারীদের জন্য বরাদ্দ কতটা তা বের করার কিছু উপায় আছে। উদাহরণস্বরূপ, নারীর জন্য তৈরি করা অবকাঠামো যেমন হাসপাতাল, স্কুল থেকে তারা কতজন সার্ভিস পাচ্ছে তা মনিটরিং করা এবং তার জন্য বরাদ্দ কত দেখতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু। তাঁরা জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে জেন্ডার গ্যাপ ইনডেক্স অনুসারে বাংলাদেশ একটি ভালো অবস্থানে আছে। কিন্তু এই অবস্থান কত দিন থাকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তাঁরা। বাজেটে শুধু কাগজকলমে নারী উন্নয়নে বরাদ্দ না দেখিয়ে বরাদ্দ করা অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, তা মনিটরিংয়ের দাবি জানান নারী অধিকার কর্মীরা।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে