Ajker Patrika

রাজধানীতে বিয়ার পাচারের সময় গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে বিয়ার পাচারের সময় গ্রেপ্তার ৩ 

রাজধানীর গুলশান থেকে মগবাজারে দুটি প্রাইভেটকারের ডিকির ভেতরে লুকিয়ে বিয়ার পাচার করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

পরে রাত ৮টায় র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এ তথ্য জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেন-সাইফুল ইসলাম (৩৩), রাসেল (২৭) ও ইমরান (২০)। তাঁদের কাছ থেকে ৭৬৮ ক্যান বিয়ার ও দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। 

তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তার আসামিরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত