জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ‘এ’ ইউনিটের অধীন বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলোজির (আইআইটি) পরীক্ষা হয়। বিকেল ৪টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটের পরীক্ষা শুরু হয়।
সকালে সমাজবিজ্ঞান অনুষদ পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘সুষ্ঠু স্বাভাবিকভাবে পরীক্ষা হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথম দুই শিফটে উপস্থিতির হার ৭৫ থেকে ৮০ শতাংশ। আমরা আশা করছি, ভর্তি পরীক্ষার পুরো সময়টা শৃঙ্খলাবদ্ধ থাকবে। সার্বিক শৃঙ্খলা রক্ষায় আমাদের শৃঙ্খলা টিম সর্বদা তৎপর রয়েছে।’
জানা যায়, এবারে ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১ জন অংশগ্রহণ করছেন।
‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ৪৪৬টি আসনের বিপরীতে ৫০ হাজার ৩১২ জন, ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ) ৩৮৬টি আসনের বিপরীতে ১৭ হাজার ৬৫৪ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৩৮৮টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৭৩৮ জন, ‘সি-১’ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ৬৪টি আসনের বিপরীতে ৪ হাজার ২১০ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।
এ ছাড়া ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০টি আসনের বিপরীতে ৬৯ হাজার ২৮১ জন, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ) ২০০টি আসনের বিপরীতে ১২ হাজার ৬৪৫ জন এবং আইবিএতে ৫০টি আসনের বিপরীতে ৩ হাজার ৫১৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব আলী রেজা বলেন, ‘আগে ইউনিটের সংখ্যা বেশি ছিল। ভর্তি পরীক্ষা গত ৩ বছরে ১০ ইউনিট থেকে ৫ ইউনিটে পরিবর্তন করা হয়েছে। স্বাভাবিকভাবেই ইউনিটের সংখ্যা কমানোর ফলে একজন ভর্তি-ইচ্ছুক একাধিক ইউনিটে আবেদন করার সুযোগ কমে গেছে। সে ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা কিছু কমে গেছে। এ ছাড়া এ বছর ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন যোগ্যতা বাড়ানোর ফলে ভর্তিচ্ছুর সংখ্যা কমেছে।’
এদিকে সকালের দিকে হঠাৎ বৃষ্টির কারণে বিড়ম্বনা পোহাতে হচ্ছে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ব্যবস্থাপনার অভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় বসার জায়গা না পেয়ে বৃষ্টিতে গাছের নিচে আশ্রয় নিয়েছেন। অনেকে আবার বৃষ্টিতে ভিজে জবুথবু অবস্থাতেই পরীক্ষার কক্ষে যান এবং বাইরে অভিভাবকেরা বৃষ্টিতে ভিজে অপেক্ষা করেন।
রাজশাহী থেকে আগত অভিভাবক শামিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েকে ভর্তি পরীক্ষায় দিতে নিয়ে এসেছি। প্রথম তো এখানে আশপাশে মানসম্মত থাকার জায়গা না থাকায় ঢাকায় ছিলাম। সেখান থেকে এসে আবার বৃষ্টি বিড়ম্বনা। এখানে বিশ্রামের জন্য কোনো ভালো ব্যবস্থাপনা নেই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ বিরূপ আবহাওয়ায় আগত ভর্তি-ইচ্ছুক ও অভিভাবকদের জন্য তাঁবু বা ছাউনির ব্যবস্থা রাখা হয়নি। তবে বৃষ্টিতে যেন ভোগান্তি না হয়, সে জন্য বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তা ছাড়া অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষদগুলোর সামনে দাঁড়াতে পেরেছে। এ ছাড়া আবহাওয়ার অবস্থা বুঝে আগামী দিন থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অস্থায়ী ছাউনির ব্যবস্থা রাখার চেষ্টা করব।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ‘এ’ ইউনিটের অধীন বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলোজির (আইআইটি) পরীক্ষা হয়। বিকেল ৪টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটের পরীক্ষা শুরু হয়।
সকালে সমাজবিজ্ঞান অনুষদ পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘সুষ্ঠু স্বাভাবিকভাবে পরীক্ষা হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথম দুই শিফটে উপস্থিতির হার ৭৫ থেকে ৮০ শতাংশ। আমরা আশা করছি, ভর্তি পরীক্ষার পুরো সময়টা শৃঙ্খলাবদ্ধ থাকবে। সার্বিক শৃঙ্খলা রক্ষায় আমাদের শৃঙ্খলা টিম সর্বদা তৎপর রয়েছে।’
জানা যায়, এবারে ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১ জন অংশগ্রহণ করছেন।
‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ৪৪৬টি আসনের বিপরীতে ৫০ হাজার ৩১২ জন, ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ) ৩৮৬টি আসনের বিপরীতে ১৭ হাজার ৬৫৪ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৩৮৮টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৭৩৮ জন, ‘সি-১’ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ৬৪টি আসনের বিপরীতে ৪ হাজার ২১০ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।
এ ছাড়া ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০টি আসনের বিপরীতে ৬৯ হাজার ২৮১ জন, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ) ২০০টি আসনের বিপরীতে ১২ হাজার ৬৪৫ জন এবং আইবিএতে ৫০টি আসনের বিপরীতে ৩ হাজার ৫১৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব আলী রেজা বলেন, ‘আগে ইউনিটের সংখ্যা বেশি ছিল। ভর্তি পরীক্ষা গত ৩ বছরে ১০ ইউনিট থেকে ৫ ইউনিটে পরিবর্তন করা হয়েছে। স্বাভাবিকভাবেই ইউনিটের সংখ্যা কমানোর ফলে একজন ভর্তি-ইচ্ছুক একাধিক ইউনিটে আবেদন করার সুযোগ কমে গেছে। সে ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা কিছু কমে গেছে। এ ছাড়া এ বছর ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন যোগ্যতা বাড়ানোর ফলে ভর্তিচ্ছুর সংখ্যা কমেছে।’
এদিকে সকালের দিকে হঠাৎ বৃষ্টির কারণে বিড়ম্বনা পোহাতে হচ্ছে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ব্যবস্থাপনার অভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় বসার জায়গা না পেয়ে বৃষ্টিতে গাছের নিচে আশ্রয় নিয়েছেন। অনেকে আবার বৃষ্টিতে ভিজে জবুথবু অবস্থাতেই পরীক্ষার কক্ষে যান এবং বাইরে অভিভাবকেরা বৃষ্টিতে ভিজে অপেক্ষা করেন।
রাজশাহী থেকে আগত অভিভাবক শামিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েকে ভর্তি পরীক্ষায় দিতে নিয়ে এসেছি। প্রথম তো এখানে আশপাশে মানসম্মত থাকার জায়গা না থাকায় ঢাকায় ছিলাম। সেখান থেকে এসে আবার বৃষ্টি বিড়ম্বনা। এখানে বিশ্রামের জন্য কোনো ভালো ব্যবস্থাপনা নেই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ বিরূপ আবহাওয়ায় আগত ভর্তি-ইচ্ছুক ও অভিভাবকদের জন্য তাঁবু বা ছাউনির ব্যবস্থা রাখা হয়নি। তবে বৃষ্টিতে যেন ভোগান্তি না হয়, সে জন্য বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তা ছাড়া অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষদগুলোর সামনে দাঁড়াতে পেরেছে। এ ছাড়া আবহাওয়ার অবস্থা বুঝে আগামী দিন থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অস্থায়ী ছাউনির ব্যবস্থা রাখার চেষ্টা করব।’
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
৫ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৭ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩০ মিনিট আগে