সাভার (ঢাকা) প্রতিনিধি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার খাগানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অনেকে। সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী পান স্বর্ণপদক।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু পরীক্ষানীতি ও মুখস্থবিদ্যা দিয়ে দক্ষ, যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ তৈরি হবে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী, যাদের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের সেখানে আমাদের জাতীয় শিক্ষাক্রমের বই পড়ানো হয় না। তারা বইগুলো নিয়ে অপপ্রচারে নামছেন। যে বিষয় বইয়ে নেই, যে বিষয় যেভাবে নেই, যে কথা আমার বইতে বলা হয়নি। যে ছবি আমার বইতে নেই। মিথ্যাচার করে, ফটোশপ ও এডিট করে সেগুলো আমাদের বইয়ের অংশ বলে তারা অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি আমাদের যারা শিক্ষক, লেখক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞসহ আমরা যারা মন্ত্রণালয়ের আছি, বিশেষ করে আমি যেহেতু মন্ত্রী। আমাদেরকে কুৎসিতভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘একই অপশক্তি নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। যেখানে বইতে সুস্পষ্টভাবে বলা আছে, মানুষ বানর থেকে হয়নি। সেখানে তারা বলছে, বানর থেকে মানুষ হয়েছে। এই মিথ্যাচার কেন? এই অপপ্রচার কেন? আরও যা যা বলেছে, প্রত্যেকটির জবাব আছে। বইতে কোনো ভুল, এমনকি কোনো অস্বস্তি থাকলেও আমরা বিবেচনায় নেব।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার খাগানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অনেকে। সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী পান স্বর্ণপদক।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু পরীক্ষানীতি ও মুখস্থবিদ্যা দিয়ে দক্ষ, যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ তৈরি হবে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী, যাদের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের সেখানে আমাদের জাতীয় শিক্ষাক্রমের বই পড়ানো হয় না। তারা বইগুলো নিয়ে অপপ্রচারে নামছেন। যে বিষয় বইয়ে নেই, যে বিষয় যেভাবে নেই, যে কথা আমার বইতে বলা হয়নি। যে ছবি আমার বইতে নেই। মিথ্যাচার করে, ফটোশপ ও এডিট করে সেগুলো আমাদের বইয়ের অংশ বলে তারা অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি আমাদের যারা শিক্ষক, লেখক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞসহ আমরা যারা মন্ত্রণালয়ের আছি, বিশেষ করে আমি যেহেতু মন্ত্রী। আমাদেরকে কুৎসিতভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘একই অপশক্তি নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। যেখানে বইতে সুস্পষ্টভাবে বলা আছে, মানুষ বানর থেকে হয়নি। সেখানে তারা বলছে, বানর থেকে মানুষ হয়েছে। এই মিথ্যাচার কেন? এই অপপ্রচার কেন? আরও যা যা বলেছে, প্রত্যেকটির জবাব আছে। বইতে কোনো ভুল, এমনকি কোনো অস্বস্তি থাকলেও আমরা বিবেচনায় নেব।’
খুলনার রূপসায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় দোনলা বন্দুক ও দুটি কার্তুজসহ দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন সফিউল্লাহ (৪২) ও ওসিকার খান (৩৮)। তাঁরা রূপসার বাসিন্দা। তাঁদের মধ্যে ওসিকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
১৩ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদে আওয়ামীপন্থীদের অপসারণ এবং সৎ ও মেধাবীদের নিয়োগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। উপাচার্য কার্যালয়ে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের দফায় দফায় হট্টগোলের ঘটনা ঘটেছে।
১৪ মিনিট আগেসাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এবং তাঁর স্ত্রী ঊষা রাণী চন্দের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
১৮ মিনিট আগে১৩৩ কোটি টাকা মানিলন্ডানিংসহ বিভিন্ন অপরাধে সাদিক অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর এসব অপকর্মের সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদুল আলম জেনিথসহ আরও পাঁচ-সাতজন জড়িত বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০ মিনিট আগে