প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে ১০ মণ ওজনের একটি বিশালাকার শাপলা পাতা মাছ ধরা পড়েছে। রোববার (২৯ আগস্ট) ভোর ৭টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি দেখতে দৌলতদিয়া থেকে শুরু করে গোয়ালন্দের অনেক মানুষ ভিড় করে। এ সময় মাছের সঙ্গে ছবি তুলতে অনেকেই হুমড়ি খেয়ে পরে।
মাছটি বিক্রির উদ্দেশ্যে আজ সকাল ৮টার দিকে দৌলতদিয়া বাজার একতা মৎস্য আড়তে নিয়ে আসেন বাবু সরদার। পরে একতা মৎস্য আড়তের মালিক দুলাল মণ্ডলের মাধ্যমে রাজবাড়ীর মাছ ব্যবসায়ী কুটি মণ্ডলের কাছে মাছটি বিক্রি হরা হয়। ৮ হাজার টাকা মণ দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।
গোয়ালন্দের উত্তর দৌলতদিয়ার জেলে বাবু সরদার আজকের পত্রিকাকে জানান, তিনিসহ ৮ জন আজ ভোর ৬টায় ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে কৌনা জাল ফেলেন। জাল ফেলার ১ ঘণ্টা পর জাল তোলার সময় তারা বুঝতে পারেন অনেক বড় একটা কিছু আটকা পড়েছে। তখন জাল টানা শুরু করলে অতিরিক্ত ওজন টেনে তুলতে হিমশিম খেতে হয়েছে। অনেক কষ্টে জাল ওপরে তুলে শাপলা পাতা মাছটি দেখতে পান।
অনেক দিন আগে এর থেকেও বড় একটি শাপলা পাতা মাছ পেয়েছিলেন বাবু। আবারও একটি বড় মাছ পেয়ে তিনি অনেক খুশি।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এটিকে বলে স্ট্রিং রে। পদ্মা নদীতে এমন মাছ সচরাচর পাওয়া যায় না। তবে এই মাছ খাওয়ার দিক থেকে জনপ্রিয় না বলে দামও বেশি না। এখন নদীতে মাঝে মধ্যেই বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশ সহ নানান মাছ পাওয়া যাচ্ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে ১০ মণ ওজনের একটি বিশালাকার শাপলা পাতা মাছ ধরা পড়েছে। রোববার (২৯ আগস্ট) ভোর ৭টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি দেখতে দৌলতদিয়া থেকে শুরু করে গোয়ালন্দের অনেক মানুষ ভিড় করে। এ সময় মাছের সঙ্গে ছবি তুলতে অনেকেই হুমড়ি খেয়ে পরে।
মাছটি বিক্রির উদ্দেশ্যে আজ সকাল ৮টার দিকে দৌলতদিয়া বাজার একতা মৎস্য আড়তে নিয়ে আসেন বাবু সরদার। পরে একতা মৎস্য আড়তের মালিক দুলাল মণ্ডলের মাধ্যমে রাজবাড়ীর মাছ ব্যবসায়ী কুটি মণ্ডলের কাছে মাছটি বিক্রি হরা হয়। ৮ হাজার টাকা মণ দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।
গোয়ালন্দের উত্তর দৌলতদিয়ার জেলে বাবু সরদার আজকের পত্রিকাকে জানান, তিনিসহ ৮ জন আজ ভোর ৬টায় ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে কৌনা জাল ফেলেন। জাল ফেলার ১ ঘণ্টা পর জাল তোলার সময় তারা বুঝতে পারেন অনেক বড় একটা কিছু আটকা পড়েছে। তখন জাল টানা শুরু করলে অতিরিক্ত ওজন টেনে তুলতে হিমশিম খেতে হয়েছে। অনেক কষ্টে জাল ওপরে তুলে শাপলা পাতা মাছটি দেখতে পান।
অনেক দিন আগে এর থেকেও বড় একটি শাপলা পাতা মাছ পেয়েছিলেন বাবু। আবারও একটি বড় মাছ পেয়ে তিনি অনেক খুশি।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এটিকে বলে স্ট্রিং রে। পদ্মা নদীতে এমন মাছ সচরাচর পাওয়া যায় না। তবে এই মাছ খাওয়ার দিক থেকে জনপ্রিয় না বলে দামও বেশি না। এখন নদীতে মাঝে মধ্যেই বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশ সহ নানান মাছ পাওয়া যাচ্ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।
স্থানীয়রা জানায়, ঝিনুকমালা আবাসনের মসজিদের পাশে কলাবাগানে একটি বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সাথে সাথেই তারা যৌথ বাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ওই ব্যাগ থেকে ১১টি ককটেল উদ্ধার করে।
২১ মিনিট আগেজাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। মো. জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও মো. আব্দুল কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল
৪৪ মিনিট আগেস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কটি উল্লাপাড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার সংযোগস্থলে অবস্থিত। বাগমাড়া, বেদকান্দি, খানপুর, মাদারবাড়িয়া, দাসমরিচসহ একাধিক গ্রামের মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে। তবে বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এতে অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যা
১ ঘণ্টা আগেপ্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
২ ঘণ্টা আগে