টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে আজ বুধবার সকাল সোয়া ১০টা থেকে টঙ্গী খাঁ পাড়া এলাকায় সড়কের উভয় পাশে অবস্থান নেন তাঁরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ বলছে, খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন ড্রেসেস লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন। কারখানাটির কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। এর মালিক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাহাউদ্দিন চৌধুরী বাকের। কারখানাটি বিজিএমইএর সদস্য।
বিক্ষোভরত শ্রমিকেরা জানান, গত জুন, জুলাই ও আগষ্ট মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিলেও শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। এ নিয়ে কয়েক দিন ধরেই কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল।
এর মধ্যেই আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে খাঁ পাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে এই কারখানার মালিক প্রায়ই ব্যর্থ হন। কয়েক দিন যাবৎ দফায় দফায় বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকেরা। কিন্তু কারখানার মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় সকালে শ্রমিকেরা রাস্তায় নামেন।
মো. মোশারফ বলেন, ‘আমরা শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। তবু শ্রমিকেরা সড়ক থেকে সরছেন না। বেতন পরিশোধের নিশ্চয়তা পেলেই কেবল সড়ক থেকে উঠবে বলে জানিয়েছেন।’
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে আজ বুধবার সকাল সোয়া ১০টা থেকে টঙ্গী খাঁ পাড়া এলাকায় সড়কের উভয় পাশে অবস্থান নেন তাঁরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ বলছে, খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন ড্রেসেস লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন। কারখানাটির কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। এর মালিক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাহাউদ্দিন চৌধুরী বাকের। কারখানাটি বিজিএমইএর সদস্য।
বিক্ষোভরত শ্রমিকেরা জানান, গত জুন, জুলাই ও আগষ্ট মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিলেও শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। এ নিয়ে কয়েক দিন ধরেই কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল।
এর মধ্যেই আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে খাঁ পাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে এই কারখানার মালিক প্রায়ই ব্যর্থ হন। কয়েক দিন যাবৎ দফায় দফায় বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকেরা। কিন্তু কারখানার মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় সকালে শ্রমিকেরা রাস্তায় নামেন।
মো. মোশারফ বলেন, ‘আমরা শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। তবু শ্রমিকেরা সড়ক থেকে সরছেন না। বেতন পরিশোধের নিশ্চয়তা পেলেই কেবল সড়ক থেকে উঠবে বলে জানিয়েছেন।’
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
১৩ মিনিট আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
২১ মিনিট আগেমুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে যুবদলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
৪১ মিনিট আগে