Ajker Patrika

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৩১
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে আজ বুধবার সকাল সোয়া ১০টা থেকে টঙ্গী খাঁ পাড়া এলাকায় সড়কের উভয় পাশে অবস্থান নেন তাঁরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ বলছে, খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন ড্রেসেস লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন। কারখানাটির কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। এর মালিক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাহাউদ্দিন চৌধুরী বাকের। কারখানাটি বিজিএমইএর সদস্য।  

বিক্ষোভরত শ্রমিকেরা জানান, গত জুন, জুলাই ও আগষ্ট মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিলেও শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। এ নিয়ে কয়েক দিন ধরেই কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল। 

এর মধ্যেই আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে খাঁ পাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা।

Gazipur-Garments-2গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে এই কারখানার মালিক প্রায়ই ব্যর্থ হন। কয়েক দিন যাবৎ দফায় দফায় বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকেরা। কিন্তু কারখানার মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় সকালে শ্রমিকেরা রাস্তায় নামেন। 

মো. মোশারফ বলেন, ‘আমরা শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। তবু শ্রমিকেরা সড়ক থেকে সরছেন না। বেতন পরিশোধের নিশ্চয়তা পেলেই কেবল সড়ক থেকে উঠবে বলে জানিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত